১৭/১০/২০# কবিতাঃ " জীবনগিরি " ✍ প্রদীপ দে ~🔥🔥🔥🔥🔥🔥🔥
প্রতিটি মানুষের হৃদয়ে একটা আগ্নেয়গিরি থাকেথাকে নিস্তেজে ঘুমিয়েছাই চাপা আগুনের মতো!
সারাজীবনেও সে মানুষ কাঁদে নাহাজারো নক্ষত্র বুকে নিয়ে জ্বলেখোঁজ খব…
১৭/১০/২০
# কবিতাঃ
" জীবনগিরি "
✍ প্রদীপ দে ~
🔥🔥🔥🔥🔥🔥🔥
প্রতিটি মানুষের হৃদয়ে
একটা আগ্নেয়গিরি থাকে
থাকে নিস্তেজে ঘুমিয়ে
ছাই চাপা আগুনের মতো!
সারাজীবনেও সে মানুষ কাঁদে না
হাজারো নক্ষত্র বুকে নিয়ে জ্বলে
খোঁজ খবর রাখে না, মনের গভীরে
বয়ে চলা স্রোতধারার কথা!
লাভা যদিওবা উগরায়
পাঁজরের আনাচে কানাচে
বয়ে বয়ে নেমে আসে
শিড়দাড়া বেয়ে,তবু মাথা না নোয়ায়!
বিস্ফোরনের দাবানলে
নিজে জ্বলে, জ্বালিয়ে নয়
জীবন স্রোত পথ অবরুদ্ধ হলে
সেটা হয় তার কাছে কুরুক্ষেত্রে মরণ জয়!
ππππππππππππππππππππ
© প্রদীপ দে ®™…