ধর্ষক কে মা এর চিঠিইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
তোমরা কত প্রশ্ন করোসেই কবে থেকেআমাদের ইজারা নিয়েভাবতে ভাবতেনপুংসক হয়ে গেছো।
আমরা নিজেদেরআড়াল করি কেবল।আমরা প্রকাশিত হলেপায়ের তলায়একেবারে মহাদেব।
তবু ঢেকে রাখিআমাদের যোনি থেকেতোমাদের জন্ম।…
ধর্ষক কে মা এর চিঠি
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
তোমরা কত প্রশ্ন করো
সেই কবে থেকে
আমাদের ইজারা নিয়ে
ভাবতে ভাবতে
নপুংসক হয়ে গেছো।
আমরা নিজেদের
আড়াল করি কেবল।
আমরা প্রকাশিত হলে
পায়ের তলায়
একেবারে মহাদেব।
তবু ঢেকে রাখি
আমাদের যোনি থেকে
তোমাদের জন্ম।
পর্বতশিখর বুকে ধরি
তোমাদের দয়া করি।
অমৃতসুধায় পুষ্ট করি
তোমাদের পেশী মজ্জা।
তবু ঢেকে রাখি
প্রকাশিত হয়ে গেলে
মাতৃত্বের লজ্জা ।
পুত্রের আস্ফালন
বধির করে।