Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আত্মবৈভব 
আজ না কাটুক কাল কাটবে,যেমন কেটেছে প্রলম্বিত ,কিছুটা হতাশায়-ফেলে আসা পথে,প্রাণ চায় তবু দুস্তর বাধানাগালে থেকেও দুস্তর ব্যবধানে সময়ের অপব্যয়।
নীরব সর্বস্ব ,নিঃস্ব ও রিক্ততারও-একটা প্রত্যাসিত স্বপ্ন থাকে,একান্ত নিজস্বতার আঙি…

 


আত্মবৈভব 


আজ না কাটুক কাল কাটবে,

যেমন কেটেছে প্রলম্বিত ,কিছুটা হতাশায়-

ফেলে আসা পথে,প্রাণ চায় তবু দুস্তর বাধা

নাগালে থেকেও দুস্তর ব্যবধানে সময়ের অপব্যয়।


নীরব সর্বস্ব ,নিঃস্ব ও রিক্ততারও-

একটা প্রত্যাসিত স্বপ্ন থাকে,

একান্ত নিজস্বতার আঙিনায়,

দীর্ঘ অপেক্ষায় বেঁচে থেকেও হেঁটে চলে অন্তিমের পথে।


আমি ও তুমির বাইরে একটা জগৎ দেখো

লোভ হীন কিছু অতিরিক্ত আনন্দ কিছু অতিরিক্ত

সব হারানোর মাঝেও আত্মত্যাগী আজও আছে 

সর্বস্ব বিলিয়েও আত্মহনন বিফল মনোরথে।


চতুর্দিক শূন্যতায় অবগুণ্ঠন, চেয়ে থাকে-

অজস্র করুন আঁখি, দুঃখ বেদন-

সকল আপন, সৌরভ হীন অবজ্ঞায়-

নীরব,নিস্পন্দ অনাড়ম্বর আত্মবৈভব।