Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাশিরোনাম-দুর্গা রূপকলম-শম্পা সাহাতাং-১২/১০/২০২০___________
বারুদ ছিল মনের ভেতরআগুন তবু জ্বলল নাঘেন্না করে ওরা ভীষণমুখ ফুটে কেউ বলল না। মারল ছুঁড়ে অ্যাসিড শিশিকাটলো গলা নৃশংসমানুষ ওরা ভাবলো না তোভাবলো শুধুই নারী মাংস। ছুঁড়লো …

 




কবিতা

শিরোনাম-দুর্গা রূপ

কলম-শম্পা সাহা

তাং-১২/১০/২০২০

___________


বারুদ ছিল মনের ভেতর

আগুন তবু জ্বলল না

ঘেন্না করে ওরা ভীষণ

মুখ ফুটে কেউ বলল না। 

মারল ছুঁড়ে অ্যাসিড শিশি

কাটলো গলা নৃশংস

মানুষ ওরা ভাবলো না তো

ভাবলো শুধুই নারী মাংস। 

ছুঁড়লো  আগুন জ্বাললো চিতা

সতীদাহের কি বদনাম! 

মা মেয়েরা মেয়েছেলেই

এটাই আজো যে সম্মান। 

পণের নামে পণ্য হলাম

শুষলি রক্ত থাকলো ছাই

তাই আমি মানুষ বলতে

আজ নিজেকে লজ্জা পাই। 

মানুষ আমি নইরে আজ

মেয়ে হয়েই বাঁচতে চাই

লক্ষ্মী নয় চন্ডীর রূপ

আজকে আমি নিয়েছি তাই। 

আসবি নাকি? মারবি নাকি? 

দেখি কত সাধ্য তোর? 

ছিঁড়বোই আজ নাড়ীর বাঁধন

দেখি কত তোর পেশীর জোড়। 

আমি যেমন জন্ম দিই

মারতে পারি তেমন ই

বুঝি শুধুই লক্ষ্মী চেন? 

দুর্গা রূপ কি দেখোইনি? 

©®