##স্মৃতির বালুচর
অনুভবের বাসন্তী স্বপ্নে বিভোর হয়ে আমি তোমায় পেতে চেয়েছি বারংবার ফিরে দেখা স্মৃতি বিহার অনন্ত মুহূর্তের যোগসাজশের নির্মল বিনোদন অন্তরতম ভালোবাসায় ।
হেমন্তের নিরাভরণ রাত জাগা চাঁদ নীরব ভোরের শিশির কণায় অধর ভেজা…
##স্মৃতির বালুচর
অনুভবের বাসন্তী স্বপ্নে বিভোর হয়ে
আমি তোমায় পেতে চেয়েছি বারংবার
ফিরে দেখা স্মৃতি বিহার অনন্ত মুহূর্তের
যোগসাজশের নির্মল বিনোদন অন্তরতম ভালোবাসায় ।
হেমন্তের নিরাভরণ রাত জাগা চাঁদ
নীরব ভোরের শিশির কণায় অধর ভেজায়
বুক পকেটে জমানো ধূসর কষ্ট গুলো
উজ্জীবিত করে কিশলয়ের শিরা উপশিরায় ।
তোমাকে ছুঁয়ে দেখার নির্মল অপেক্ষা
পাঁজরের হাড় ক্ষয় করে প্রতিনিয়ত
মরমী বাসনা হৃদয়ের রক্ত ক্ষরণ ঘটায়
বালুচরী আঁচল তুমি আসার প্রতীক্ষায় ।
#নাসরিন জাহান সিদ্দিকী
#বোলপুর ১৭ /১০/২০২০