Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

একটা আয়না থাকা ভালো                      প্রদীপ সেন             আগরতলা, ১২/১০/২০
দৃষ্টির পথ আগলে ভাবছি কল্পদৃষ্টিই বুঝি সব।আসলে তা তো নয়।দৃশ্যমানতাই যেখানে ভুল করে আকছারসেখানে কল্পদৃষ্টি কোন্ ছার!এই যে নিজেকে নিখুঁত ভেবে আত্মতুষ্ট…

 


একটা আয়না থাকা ভালো

                      প্রদীপ সেন

             আগরতলা, ১২/১০/২০

 


দৃষ্টির পথ আগলে ভাবছি কল্পদৃষ্টিই বুঝি সব।

আসলে তা তো নয়।

দৃশ্যমানতাই যেখানে ভুল করে আকছার

সেখানে কল্পদৃষ্টি কোন্ ছার!

এই যে নিজেকে নিখুঁত ভেবে আত্মতুষ্টির ঢেঁকুর তোলা

তাও তো আত্মপ্রবঞ্চনারই নামান্তর।

ভাবলাম, আত্মসমীক্ষা করবোই যদি

বিমাতার চোখ দিয়ে দেখা কেন?

তার চেয়ে চোখের সামনে একটা আয়না থাকা ভালো

সঙ্গে চাই সত্যকে মেনে নেওয়ার মানসিকতা।

যুদ্ধটা চলছে এখানেই নিজের সঙ্গে নিজের।