Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।। ভালোবাসার ঘর।।।। সুনির্মল বসু।।পদ্ম পাতায় শিশির ভেজা সকাল, দীঘির জলে আলতো বাতাস, প্রভাতী রাত জাগা পাখীর গানেমুখরিত চরাচর, ঝুমকো লতার বনে তূমি ফুল তুলতে এসেছিলে, তোমার কাজল কালো চোখেকী যে মুগ্ধতা লেগেছিল, তোমার কেশরাশির অরন‍্য…

 


।। ভালোবাসার ঘর।।

।। সুনির্মল বসু।।

পদ্ম পাতায় শিশির ভেজা সকাল, দীঘির জলে আলতো বাতাস, প্রভাতী রাত জাগা পাখীর গানে

মুখরিত চরাচর, ঝুমকো লতার বনে তূমি ফুল তুলতে এসেছিলে, তোমার কাজল কালো চোখে

কী যে মুগ্ধতা লেগেছিল, তোমার কেশরাশির অরন‍্য‍্

ভোরের সোনার আলোয় উড়ছিল,

আমার দিনরাত্রি বদলে গেল। বললাম,তুমি আমার

ভোরের বাতাস হবে।

তুমি বললে, তোমার পরীক্ষা , ভালো করে পড়ো।

বললাম,পড়েছি তো, এবার তোমাকে পড়বো।

তুমি বললে, বাতাসের গান,পাখির ডাক, পদ্ম পাতায় জল,যেমন পড়া যায় না, তেমনি আমাকেও।

খিলখিল হাসিতে তুমি মিলিয়ে গেলে।

আমার পরীক্ষার ফল ভালো হোল না।লোকে বলল,

ছেলেটা কী ছিল, কী হয়ে গেল।

আমি এখন নদীর জন‍্য গান লিখি, মানুষের জন‍্য গল্প লিখি, তোমার জন‍্য কবিতা লিখি।

কেউ আমাকে কবি বলে,কেউ বলে,পাগল।

তুমি এসেছিলে,কাল রাতে,বললে,কবিরা তো পাগলই হয়। আমি একটা পাগলকে ভালোবেসেছি,যে ভালোবাসা কথাটার‌ মানে বোঝে।

আমার হাতে হাত রাখলে তুমি।

বাউলের একতারা বেজে উঠলো,লোকটা বলল,

ভালোবাসার জন‍্য ঘর ছেড়েছিস,যাহ, ভালোবাসা না

থাকলে,আবার ঘর কিসের।।