Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা  -  গরীবের কান্নাবিভাগ  -  গদ্য কবিতা কলমে  - স্বপন গায়েন তারিখ  -  ১১|১০|২০২০**************************
মরা রোদ্দুরে ঘুমিয়ে আছে মনের দেবতাপাখির ঠোঁটে আটপৌরে কাশফুলের ছোঁয়াদেবতার বুকে থরে থরে জমছে শিউ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

কবিতা  -  গরীবের কান্না

বিভাগ  -  গদ্য কবিতা 

কলমে  - স্বপন গায়েন 

তারিখ  -  ১১|১০|২০২০

**************************


মরা রোদ্দুরে ঘুমিয়ে আছে মনের দেবতা

পাখির ঠোঁটে আটপৌরে কাশফুলের ছোঁয়া

দেবতার বুকে থরে থরে জমছে শিউলি ফুল

ফুলের সুবাসে আকাশ বাতাস মুখোরিত।


ছেঁড়া পাতায় এখনো লেখা হয় গরীবের কান্না

দুর্গা মা আসবে যাবে প্রতিবারের মতই –

পেঁজাতুলোর মত কান্নাগুলো ভেসে বেড়ায় শরৎ আকাশে

কেউ মুছিয়ে দেয় না নগ্ন শিশুদের অবহেলিত চোখ!


মণ্ডপে মণ্ডপে মুগ্ধ কোলাজের ক্যানভাস

রঙ বাহারি আলোর মালায় মধ্যরাতও মায়াময়

সুগন্ধে ভরপুর আধুনিক খাবারের বিপুল সম্ভার

তবুও ডাস্টবিন ঘাঁটছে কতিপয় শিশুর দল!


পুজোর আনন্দ চুরি হয়ে যায় সভ্যতার স্রোতে

সীমান্তে কাশফুল আপন খেয়ালে দোল খায়

শিউলি ফুলও ঝরে যায় সময়ের তালে তালে

তবুও কারুর সময় নেই নীরব নাগরিকদের চোখ মুছিয়ে দিতে!


           *****