Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।বি জে পির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হলেন।তাঁকে শুক্রবার সন্ধ্যায় কলকাতার আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।কদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি।সমস্ত কর্ম সূচী বাতিল করে বাড়িতে ই ছিলেন।প্রথম রিপোর্ট…

 


। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

বি জে পির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হলেন।তাঁকে শুক্রবার সন্ধ্যায় কলকাতার আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।কদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি।সমস্ত কর্ম সূচী বাতিল করে বাড়িতে ই ছিলেন।
প্রথম রিপোর্ট আসে নেগেটিভ।তখন তিনি জানান এটি সাধারণ জ্বর।কদিনেই ভালো হয়ে যাবে।কিন্তু জ্বর ক্রমাগত বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।আর সেখানে করোনা রিপোর্টটি পজিটিভ আসে।কদিন আগে বিজেপির অনুপম হাজরার ও করোনা হয়।তিনি ভালো থাকলেও এখনো ও চিকিৎসকদের তত্ত্বাবধানেই আছেন।
বিজেপি দলের লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে ছোট বড় অনেক নেতাই এই সংক্রমণের শিকার হয়েছেন।
গরুর দুধে সোনা আছে বলে দিলীপ ঘোষ কিছুদিন আগে নিন্দিত হন।এছাড়া গো মাতা নিয়ে ও অনেক কথাবার্তা তিনি বলেন।তার বিভিন্ন বক্তব্য ঘিরে রাজ্য রাজনিতীর অন্দরে চর্চা ও চলে।
সেই দিলীপ ঘোষ যিনি এক করোনা আবহে এদিক ওদিক ঘুরেছেন।প্রায় প্রতিদিনই চা চক্রে উপস্থিত হয়েছেন।এখন তিনি হাসপাতালে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি এখন ভালো আছেন।জ্বর থাকলেও তার অন্য কোন অসুখ নেই।শরীরে অক্সিজেন লেভেল ঠিক আছে।
রাজ্য সভাপতির করোনা নিয়ে বিজেপি দল তবুও চিন্তিত।কারন একুশের বিধান সভা ভোটে তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
এখন দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কথা তে কান না দিয়ে যে সব নেতা পথে ঘাটে কর্ম সূচী করে বেড়াচ্ছেন তাঁদের অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন ।
সামনেই দুর্গা পুজো।আর এই পুজোর আগেই দিলীপ ঘোষ করোনা আক্রান্ত ।
দিলীপ ঘোষের করোনা আক্রান্তের খবর শুনে কেন্দ্রীয় নেতৃত্ব ও তাঁর খোঁজ খবর নিয়েছেন।
দিলীপ ঘোষের সুস্থ হয়ে ওঠা নিয়ে দল এখন প্রার্থনায় ।কদিন বন্ধ থাকবে তার চা চক্রের খোলামেলা আলোচনা ।
করোনা কে তুচ্ছ ভেবে এতদিন পথে নেমে ছিলেন তিনি।এখন সেই দিলীপ ঘোষ ই করোনা সংক্রমণের শিকার হলেন।


তরুন চট্টোপাধ্যায় ।