. •অনুচ্চারিত• অজয় কুমার দত্ত
নীরবতাই জগৎ মাঝে আঁকে অনুপ আলিম্পনসুমহান এই প্রদর্শনে তোমার আমার নিমন্ত্রণ। নীরবে ওঠে চাঁদ ও সূর্য নীরবে ভাসে মেঘমালানীরব রাতের চন্দ্রাতপেই নক্ষত্রের নীরব জ্…
. •অনুচ্চারিত•
অজয় কুমার দত্ত
নীরবতাই জগৎ মাঝে আঁকে অনুপ আলিম্পন
সুমহান এই প্রদর্শনে তোমার আমার নিমন্ত্রণ।
নীরবে ওঠে চাঁদ ও সূর্য নীরবে ভাসে মেঘমালা
নীরব রাতের চন্দ্রাতপেই নক্ষত্রের নীরব জ্বলা।।
পাপড়ি মেলে প্রসূন কলি কে শুনেছে শব্দ তার
সুবাস দখিন হাওয়ায় শুনি নৈঃশব্দের অহংকার।
এই বসন্তে তোমার আমার দু’টি প্রাণের মাঝখানে
প্রেমসায়রে নীরব মাঝি জীবনতরীর দাঁড় টানে।।
নীরব হাজার প্রশ্নমালায় মৌন থাকে উত্তরবায়
নৈর্ঋতা মেঘ নীরবে লেখে পত্র অচিন ঠিকানায়।
জীবন বহে আপন মনে নীরবে রচে জীবনকাব্য
মরণেরই প্রতীক্ষায় অনুচ্চারিত আমি একলব্য।।
©অজয়
২-৬-২০২০