#বিভাগ_কবিতা
#ফিরে_আসা_যেত....
মনিকান্ত । ১৬/১০/২০২০=====================================
তারপরেও ফিরে আসা যেত --
মুছে দেওয়া যেত গত রাতের পুঞ্জিত অভিসার। বিদীর্ণ করা যেত বিগত কয়েকটা প্রহরে গড়ে ওঠা অভিমা…
#বিভাগ_কবিতা
#ফিরে_আসা_যেত....
মনিকান্ত । ১৬/১০/২০২০
=====================================
তারপরেও ফিরে আসা যেত --
মুছে দেওয়া যেত গত রাতের পুঞ্জিত অভিসার।
বিদীর্ণ করা যেত বিগত কয়েকটা প্রহরে গড়ে ওঠা অভিমানী প্রাচীর।
চাইলেই মিটিয়ে নেওয়া যেত অরৈখিক দূরত্বটুকু...
হয়তো কয়েক পশলা বৃষ্টি ছুঁয়ে যেত মেঘেদের দেশ।
হয়তো বলতে না পারা কিছু কথা ঝরে পড়তো অশ্রু হয়ে।
হয়তো কয়েকটা দীর্ঘশ্বাস মেপে দিত আমাদের অনিচ্ছাকৃত ভুল।
হয়তো'বা আয়নার ঘষা কাঁচ বুঝিয়ে দিত আরোও কিছুটা পথ একসাথে হাঁটার সমীকরণ...
------------ তারপরেও কিন্তু ফিরে আসা যেত ।।
///////////////////////