Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ : কবিতা শিরোনাম : বুকের ভিতর যদি আস্ত একটা নদী বয়ে যেত...স্থান : হাজারিবাগ, ঝাড়খন্ড তারিখ : ১৭/১০/২০২০======================কলম সৃজনে : তাপস পাল======================হাজার বছর…


 বিভাগ : কবিতা 

শিরোনাম : বুকের ভিতর যদি আস্ত একটা নদী বয়ে যেত...

স্থান : হাজারিবাগ, ঝাড়খন্ড 

তারিখ : ১৭/১০/২০২০

======================

কলম সৃজনে : তাপস পাল

======================

হাজার বছরের পথ অতিক্রান্ত করে,

পৃথিবীর পথে কেন দেখা করব বলতে পারো? 

কেন সৃষ্টি করবো না একটা নূতন পৃথিবী, 

চাঁদ তারা সূর্য্যের মতন... 

আমরাও যদি আরও একবার 

এই জীবনটাকে ধুয়ে মুছে নূতন হতে পারতাম...

বুকের ভিতর যদি আস্ত একটা নদী বয়ে যেত...

ভাবতে কেন এতো ভালো লাগে... 

মেঘের ছায়া ভেসে ভেসে যেত আমার জলে...

চপল হরিণীর বেশে তপ্ত দাবদাহের

তৃষ্ণা নিবরনে আসিতে কাছে, 

শরীরি গন্ধের মাদকতা মিশিয়ে 

দিতে আমার গভীরে, 

চাঁদ ডুবে যেত আকাশের বুকে,

স্বপ্নের রঙ নীল,

তবু স্বপ্নের পরশে হৃদয় মাখামাখি, যুগান্তের ভালোলাগার ছায়াময় বনবীথির আঘ্রাণের সুঘ্রাণের ললিত লতা গুল্মের মতো জড়ায়ে 

মধুরাতি হয়ে যেতো ভোর, 

বুকে তখনও উত্তাল ঢেউ পার ভাঙার শব্দ, 

মাথা উঁচু করে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে 

মিশে যেতো মহাশূণ্যের গভীরে...।