#অস্থির_মনোময়তা#শিমলা
হঠাৎ অতৃপ্তির নেশা মাদকতার সাথে সন্ধি গড়তে চাই, অপ্রাপ্তির বাসনায় নিত্য কাঁদে উদ্বায়ী সুখ, কৃষ্ণচূড়ার আঁচল থেকে খসে পড়ে লালচে আলো, আমার হৃদ্যতা আকাশের কাছে নীল খোঁজে।
তুমি বলো, প্রভাতের আলো আদুরী করে আমায়,আম…
#অস্থির_মনোময়তা
#শিমলা
হঠাৎ অতৃপ্তির নেশা মাদকতার সাথে সন্ধি গড়তে চাই,
অপ্রাপ্তির বাসনায় নিত্য কাঁদে উদ্বায়ী সুখ,
কৃষ্ণচূড়ার আঁচল থেকে খসে পড়ে লালচে আলো,
আমার হৃদ্যতা আকাশের কাছে নীল খোঁজে।
তুমি বলো, প্রভাতের আলো আদুরী করে আমায়,
আমি দেখি শূণ্যতার শিখা,
দিনের শেষে দুজনেই মিথ্যে হই,
রয়ে যায় কথা শুধু সময় গড়িয়ে যায়।
একটা চাওয়ায় হয়না পূর্ণ জীবন,
মনের ঘরে আকাঙ্খারা পুড়তে থাকে দিবানিশি,
তবুও তরতরিয়ে বানিয়ে ফেলি ঘর,
সহজ জীবন এটা বোঝানোর দায় রয়ে যায় ভীষণ।
কতযুগের দূরের আলো ভীষণ ম্লান এখন,
অন্ধকারে লেপ্টে থাকা সলতে পোড়া আলোয় জমেছে ক্ষীণতা,
দুটো মুখের অবয়ব যদি জানা থাকে,
তখন হাতড়াতে হয় না, অনুভবেই খোঁজা যায় ভালোবাসা।