কবিতা : অসহায় অভিমান কলমে : স্নিগ্ধা পণ্ডিত 16/10/2020
কতবার তোর ঠোঁটের আলপথ ছুঁয়ে মন হারিয়েছে এই দাম্ভিক তর্জনী। কত বার এই চোখের পলক তোর আকাশে ভেসেই থেকেছে অবিরাম, কাজলের সুবর্ণরেখা ছুঁয়েও দেখতে ভুলে যায়অবাধ্য পলকের নীল পালক । ত…
কবিতা : অসহায় অভিমান
কলমে : স্নিগ্ধা পণ্ডিত
16/10/2020
কতবার তোর ঠোঁটের আলপথ ছুঁয়ে
মন হারিয়েছে এই দাম্ভিক তর্জনী।
কত বার এই চোখের পলক
তোর আকাশে ভেসেই থেকেছে অবিরাম,
কাজলের সুবর্ণরেখা ছুঁয়েও দেখতে ভুলে যায়
অবাধ্য পলকের নীল পালক ।
তবু আমার ভালোবাসায় না হারিয়ে,
ভালোবাসা হারিয়ে ফেলার ভয়ে
কুঁকড়ে থাকিস তুই রাতভর।
আমিও ভয় পাই জানিস?
তোকে হারিয়ে ফেলার ভয়ের থেকেও বেশি,
তাই তোকে বাধঁতে গিয়ে হয়তো
আরও বেশি কষ্ট দিয়ে ফেলি |
তুই নিজেকে বার বার পাথর বলিস যখন,
আমার অভিমান গুলো কে
পাশ কাটিয়ে এগিয়ে যাস আরও গভীর সমুদ্রে,
তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়,
মনে হয় আমিও তোর মতই
পাথর হব এবার,
আমিও অভিমান করেই
তোর অভিমানের ছায়া হয়ে থাকবো।
পাথর থেকে যত দিন না জল হোস,
ততদিন আমার অভিমান টুকুও
ছুঁতে পারবি না তুই,
তখন বুঝবি অসহায়তার যন্ত্রনা
কতটা নির্মম হতে পারে।