। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমরি হাসপাতালে ভরতি হন শুক্রবার সন্ধ্যায় ।সেই সময় তাঁর শরীরে জ্বর ছিল।কিন্তু শনিবার সেই জ্বর কমে যাওয়া তে বিজেপি সমর্থক দের মধ্যে খুশির হাওয়া ছিল।কিন্তু এখন সে হাওয়া আর …
। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমরি হাসপাতালে ভরতি হন শুক্রবার সন্ধ্যায় ।সেই সময় তাঁর শরীরে জ্বর ছিল।কিন্তু শনিবার সেই জ্বর কমে যাওয়া তে বিজেপি সমর্থক দের মধ্যে খুশির হাওয়া ছিল।কিন্তু এখন সে হাওয়া আর নেই।কারন দিলীপ ঘোষের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।আর এই নিয়ে ডাক্তার রা কিছুটা হলেও চিন্তিত ।
আজ স্ক্যান করা হয়েছে রাজ্য সভাপতির।সেই সংক্রমণ কতটা ক্ষতি করেছে তা পরীক্ষা করে দেখছেন ডাক্তারেরা।অবশ্য সঙ্গে সঙ্গে চিকিৎসাও চলছে।<
/div>
সামনেই একুশের ভোট।আর ভোটের আগে জেলা সভাপতির করোনা ধরা পড়াতে দলের মধ্যে উদ্বেগ রয়েছে বৈকি।
সামনে অনেক কর্মসূচি ।আর রাজ্য সভাপতি করোনা নিয়ে হাসপাতালে ভর্তি ।
পূজোর মধ্যে তিনি ছাড়া পাবেন কিনা তা নিয়ে ডাক্তার দের মধ্যেই মতানৈক্য রয়েছে।
শারীরিক নানা খুঁটিনাটি পরীক্ষা চলছে দিলীপ ঘোষের।আর যখন করোনা তখন তো কেয়ারেন্টিনের জন্য ও বেশ কিছুদিন ঘর বন্দী হয়েও সভাপতি কে কাটাতে হবে।
পিছিয়ে দিতে হবে দলের নানা কর্মসূচির কাজ।
তরুন চট্টোপাধ্যায় ।