Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম- -- গোধূলি বেলা কলমে ---- রত্না পাল____________@___________
কিছুটা নির্জন পথ বেয়েই তার বিবর্ণতা ছড়ায় ।এমন উপস্থিতি ফের আলোর প্রত্যাশা ঘিরে থাকে আঁধারের প্রবেশ ক্ষণে ও আলোর অস্তিত্ব ফুরাবার ঠিক মধ্য দরিয়ায় সেই দীপশিখা জ্বল…


 শিরোনাম- -- গোধূলি বেলা 

কলমে ---- রত্না পাল

____________@___________


কিছুটা নির্জন পথ বেয়েই তার বিবর্ণতা ছড়ায় ।

এমন উপস্থিতি ফের আলোর প্রত্যাশা ঘিরে থাকে 

আঁধারের প্রবেশ ক্ষণে ও আলোর অস্তিত্ব ফুরাবার ঠিক মধ্য দরিয়ায় সেই দীপশিখা জ্বলে ওঠে ।

সমগ্র পৃথিবীর বুকে জুড়ে সঠিক সন্ধিক্ষণে

নেমে আসে নিজস্ব মহিমায় গোধূলি বেলা ।


ধূসর রঙের কাছে ক্রমে হারায় পাখিদের ভানা মেলা উচ্ছ্বাস ।

পালকের ফাঁকে তখন ও লেগে থাকা রৌদ্রগন্ধের অস্তিত্ব বহন করা পাখিরা ফিরতি পথে 

দিগন্তের পথ বেয়ে নেমে আসে আপন গৃহকোণে।


দূরে কিংবা কাছে তুলসি তলায় বেজে ওঠা শঙ্খ ধ্বনি ,মন্দির প্রাঙ্গনে সন্ধ্যারতির গুঞ্জনে ভরে ওঠে গোধূলি বেলার অপরূপ আবেশ ।কি এক দৈবিক টানে মনকে সূচি শুভ্রতায় ভরিয়ে তোলে ।


আলো ছায়ায় এই গোধূলিতে একলা জীবন পথে

আমার ও মনের মাঝে কি যে হয় বুঝিনা যে --

অভিমানেরা জমায়েত হয় অহেতুক ক্লান্ত অভিমানে ।

বেলা অবেলার জীবনের কথা জীবন লিখে রাখে ।


অদূরে তখনও বয়ে চলেছে আপন গতিতে আমার ভালোবাসার নদী রূপ রেখা 

তাকিয়ে থাকি অবিরত তার পানে 

আমার অবসর সেই ক্ষণে ।

শান্ত নদীটির বয়ে চলা নম্র ঢেউয়ের বুকে আছড়ে পড়েছে তখন গোধূলির রক্তিম আভা ।

রবি তার শেষ কিরণে কত কথাই যেন লিখে যায় তার আবির রঙের পরশে ।

ফুরিয়ে যাওয়ার নিদর্শন রেখে যায় ফিরে আসার আশ্বাসে শেষ আর শুরুর আলিঙ্গন স্পর্শে ।

রাতের মায়ায় এক সময় নিঃশেষ হয় 

গোধূলি বেলার আধো আলোর ছায়া রৃপ ।


------------&------------( 15*10*2020)