Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা 
গদ্য কবিতা-- আমি লিখছি যখনশ্যমল ব্যানার্জী১৫/১০/২০২০
আমি লিখছি আমার ভেতরে এক ভয়ের ভাঙা জানলা থেকে।  জানলার বাইরে বেরোতে আমার ভয় লাগে।চাপা ঘন কালো অন্ধকার, চাপ চাপ রক্তের হাহাকারকি ভীষণ বিমূর্ত প্রেতাশৌচ ঘি…

দৈনিক কবিতা প্রতিযোগিতা 


গদ্য কবিতা-- আমি লিখছি যখন

শ্যমল ব্যানার্জী

১৫/১০/২০২০


আমি লিখছি আমার ভেতরে এক ভয়ের ভাঙা জানলা থেকে।  

জানলার বাইরে বেরোতে আমার ভয় লাগে।

চাপা ঘন কালো অন্ধকার, 

চাপ চাপ রক্তের হাহাকার

কি ভীষণ বিমূর্ত প্রেতাশৌচ ঘিরেছে চারদিক।

আমি সেই রাতে প্রত্যক্ষ করেছি, 

জোৎস্নার চাঁদের কীট নেমে আসে

মেঘের ঢাল বেয়ে রুক্ষ মাটির ওপর,

বনরাজি বৃক্ষ সকল আন্দলিত হয়ে ওঠে,

বরফ শুভ্রতায় নীল রাত্রি রজতাভ হয়

শিখর হিমাদ্রি প'রে।

আর সে এক মেয়ে হেঁটে যায়, সৌন্দর্য পাহাড় ঘিরে,

অভ্র তার জড়িয়ে শরীর, বিদ্যুৎ হাসি ওষ্ঠাধরে,

তার চোখের নীলকান্ত মণি, সমুদ্রের গভীরতা থেকে উঠে আসা জল পরি যেন,

মখমল হাসি নিয়ে হেঁটে যায় মেঘের ওপারে।

আমি জানলা ভেঙে বেড়োতে চাই।

ভয় ভাঙতে চাই সে মেঘ বালিকার কাছে,

আমি যেতে চাই পাহাড় ডিঙিয়ে তার কাছে,

সবুজে সবুজ নীল পাহাড়ের খাঁজে তাকে খুঁজে পেতে চাই,

অথচ কি ভীষণ কঠিন বাস্তব, সে এক মরিচিকা,

শুধুই পিপাসা বাড়ায়।