কবিতা : ওরা আসবেকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২২ , ১০ , ২০২০
ঝড় আসবে , ঝড় ওদের আসবেই ।মেঘের মস্ত জটা দুলিয়ে , ধুলো-পাতারপাহাড় উড়িয়ে , একদিন নিশ্চয়ই হু হু রবে দানবে সেই ঝড় আসবে ।দিগন্তের ঘন অরণ্যের অন্ধকার থেকে ,…
কবিতা : ওরা আসবে
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ২২ , ১০ , ২০২০
ঝড় আসবে , ঝড় ওদের আসবেই ।
মেঘের মস্ত জটা দুলিয়ে , ধুলো-পাতার
পাহাড় উড়িয়ে , একদিন নিশ্চয়ই
হু হু রবে দানবে সেই ঝড় আসবে ।
দিগন্তের ঘন অরণ্যের অন্ধকার থেকে ,
মস্ত এক কৃষ্ণশকুনের দিগন্তজোড়া সেই
বিশাল কৃষ্ণপক্ষ হেঁকে--বুনো মহিষের
পালের মতো ,বিদ্রোহী ভিলেদের মতো
হৈ হৈ রবে তেড়েফুঁড়ে ঝড় আসবে ;
সর্বহারা মানুষের ভয়ঙ্কর সর্বনাশের
সেই ঝড় আসবেই আসবে ।
সেই বিদ্রোহী ওরা জন্ম নেবে--পিতা ও
প্রপিতামহদের একসমুদ্র , এক আকাশ
অব্যক্ত ক্ষোভ আর টনটনে বেদনায়
দীর্ণ ও জীর্ণ কঙ্কালসার পাঁজরের থেকে ।
ওরা জন্ম নেবে--ঋণের মিথ্যে দায়ে
উৎখাত হওয়া হারানো ভিটের থেকে , কিম্বা
প্রোমোটারের রক্তচোখের আগুনে পুড়ে
ছাই হয়ে যাওয়া অগণিত নিঃসম্বল মানুষের
পরিত্যক্ত ঝুপড়ির থেকে ।
হয়তো দেখবো--ওদের পরনে রয়েছে
গাছের ছাল , পশুর চামড়া--মাথায়
পালকের মুকুট । হয়তো দেখবো--ভালুকের
গায়ের মতো ওদের লোমশকৃষ্ণ গা , এবং
প্রস্তরযুগীয় পাথুরে দেহ । ওরা আসবে--বাহুর
পাথুরে পেশিতে দানবে বল নিয়ে ;
গাছের ভাঙা ডাল নিয়ে , তীরধনুক নিয়ে ,
বর্শা উঁচিয়ে । ওরা আসবে ঈশানী মেঘের
ঝড় হয়ে , যে ঝড়ে একদিন--মহাকরণের
অলিন্দ কেঁপেছিল , বুড়িবালামের সেই
তীরভূমি কেঁপেছিল , জালালাবাদের পাহাড়
কেঁপেছিল থরথরিয়ে ।
ওরা আসবে বুনো শুয়োরের পালের মতো ,
নদীর বাঁধভাঙা প্লাবনের মতো--দুর্বার বেগে
ওরা আসবে । ওরা আসবে--পাহাড়ের
ওপার থেকে , মেঘের থেকে , মারিয়ানার
সুগভীর অন্ধকার থেকে । গা থেকে কবরের
মাটি ঝেরে ফেলে ওরা আসবে , শ্মশানের
ছাইভস্মের স্তূপ ফুঁড়ে দলবেঁধে ওরা আসবে ।
ওদের ঝড়ের মুখে অপ্রয়োজনীয় ঐশ্বর্যের
বিপুল এই পাহাড়টা খড়কুটোর মতো উড়ে যাবে ;
উড়ে যাবে মানুষের হাড়গোড় রক্তে জমাটি
সুরম্য সৌধগুলো । ওদের প্লাবনের মুখে
ভেসে যাবে বেসামাল টলমলে সব রাত্রি ।
আমার এই ক্ষুদ্র প্রকোষ্ঠের অবরুদ্ধ বাতাসে
তার গন্ধ পাচ্ছি ; পরিত্যক্ত বন্ধ কারখানায়
জমা , জলে-জঙ্গলে তার গন্ধ পাচ্ছি ।
আমার উষ্ণতা ঝরে যাওয়া রক্তের এই
হিমশীতলতায় পাচ্ছি তার আঁচ ।
----------------------------------------------------------------