শুভ বিজয়া শ্যামলী পাল,২৬/১০/'২০ইং
আবার এসো মা আনন্দ দিতে এসো মা আবার এই ধরাতে। অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে এসো হে দণুজ দলনী এসো রাঙা গোলাপে শিউলি বিছানো মাটিতে এসো,পুণ্য প্রভাতের শুভ বাণী বয়ে মলয় বাতাসে দখিনা দুয়…
শুভ বিজয়া
শ্যামলী পাল,২৬/১০/'২০ইং
আবার এসো মা আনন্দ দিতে
এসো মা আবার এই ধরাতে।
অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে এসো হে দণুজ দলনী
এসো রাঙা গোলাপে শিউলি বিছানো মাটিতে
এসো,পুণ্য প্রভাতের শুভ বাণী বয়ে মলয় বাতাসে
দখিনা দুয়ার খুলে এসো ওগো মৃণ্ময়ী কমলীনি।
এসো শাখিতে শাখাতে শিশিরে শিশিরে বরিষণ
এসো মর্তে ধনধান্যে নবীন আশা লয়ে নতুন ভাষা
উদ্ভাবনায় পথের দিশারী, অক্ষর বর্ন শোভাদলে গুছিয়ে দিও পূর্ন আলোকের পঙতিময় সম্ভার ।
একটি অভিনব কাব্য সুখ , মাটির গন্ধে ভরে ,
ঢেউয়ের মাথায় নিভঙ্গ মালা । এই খেলা ঘরে প্রীতি ভরে শুভেচ্ছার দানি সবুজ সাথী চির সত্যের
বাণী। অমর করেছো অমোঘ নিয়তির অন্তরালে
যারা আজো বরণীয় স্মরণীয় প্রভাত পাখির
কলতানে সুর বিলায়, ইতিহাস পাণ্ডলিপি রেখে
দিও যত্নে এ ধরার ধরণীতে আবার ফিরিয়ে দিতে।
আবার এসো মা আনন্দ দিতে
এসো মা আবার পুণ্য প্রভাতে।
আজ দিলাম যদি বিদায়
মনে রেখো মন খারাপি গানে
আজ থেকে যাবো দিন গুনে গুনে।
আবার আসিও শান্তি ভরে প্রাণে প্রাণে।
শিরোনাম_শুভ বিজয়া
কলমে---শ্যামলী পাল
তারিখ_২৬/১০/'২০ইং