আসল নকলকলমে - রাধাকান্ত মুদিতারিখ -২৫ /১০/২০২০.........................................................ক্ষুধার্ত শিশু কোলে মায়ের জোটেনা এক মুঠো অন্ন মন্দিরে পূজো দিয়ে সবাই নিজেকে ভাবে ধন্য ধন্য।। জন্মদাত…
আসল নকল
কলমে - রাধাকান্ত মুদি
তারিখ -২৫ /১০/২০২০
.........................................................
ক্ষুধার্ত শিশু কোলে মায়ের
জোটেনা এক মুঠো অন্ন
মন্দিরে পূজো দিয়ে সবাই
নিজেকে ভাবে ধন্য ধন্য।।
জন্মদাত্রী মাতা শুয়ে কাঁদে
শুধুই অবহেলা তার প্রতি
সাজ সজ্জার বহর নিয়ে
মন্দিরে করছো দেবীর আরতি।।
একদিন যে জুটিয়েছিল অন্ন
মিটিয়ে ছিলো পেটের ক্ষুধা
সেই পিতাকে পাঠালে বৃদ্ধাশ্রমে
মনে জাগলো না কোনো দ্বিধা।।
চারিদিকে শুধুই আলোয় আলোময়
নেই কোনো অন্ধকার গলি
সমাজের দুরাবস্থায় আজ কারোর
মুখে ফোটেনা কোনো বুলি।।
সেরার লড়াইয়ে মেতে আজ
দেব - দেবীরা পাচ্ছে বিকৃত রূপ
চলছে অন্যায়, নেই প্রতিবাদ
স্বার্থান্বেষী মানুষ আছে নিশ্চুপ।।
ধর্ষণ,হিংসায় হচ্ছে বলি
রোজ কত কত নারী
অসভ্য সমাজে নেই নিরাপত্তা
পূজিত যে, নিধন হচ্ছে তারই।।