শুকনো পাতা ঝরে যায় ----------------------অমিত কুমার নস্কর ২৯ |১০ | ২০২০
শুকনো পাতা ঝরে যায় আতস কাচে দেখি পত্ররন্ধ্র গুলো মৃত ,ন্যাড়া হয়ে গেছে যৌবনের সবুজ দিন সমস্ত জলীয় বাষ্প উবে গিয়ে শুষ্ক মড়মড়েগুঁড়ো হয় পায়ের তলায় ......
সেদিন একট…
শুকনো পাতা ঝরে যায়
----------------------
অমিত কুমার নস্কর
২৯ |১০ | ২০২০
শুকনো পাতা ঝরে যায়
আতস কাচে দেখি পত্ররন্ধ্র গুলো মৃত ,
ন্যাড়া হয়ে গেছে যৌবনের সবুজ দিন
সমস্ত জলীয় বাষ্প উবে গিয়ে শুষ্ক মড়মড়ে
গুঁড়ো হয় পায়ের তলায় ......
সেদিন একটা উজ্জ্বল পাতা ঝরে পড়েছিল ;
দৃশ্যত তার স্বচ্ছ কিনারায় গুঁড়ি গুঁড়ি
শিশির বিন্দু ,
মনে হলো অজানা বেদনায় বিষ্ফোরিত অশ্রু.....
প্রকৃতি বিভ্রাটে বিপন্ন পাতারা বড়ো অসহায়
পালকের মতো উড়তে উড়তে
কখন ক্লান্ত দীর্ঘশ্বাসে মাটি স্পর্শ করেছিল
বৃক্ষ জানে না ........
প্রতিবছর জন্মদিন আসে আর যায় ,
সবুজ বৃন্তে ধরে থাকা ফল আপক্ক সজীব
মেঘ ডাকা গোমটভাঙা ঝোড়ো হাওয়া ------
দুরু দুরু কাঁপুনি বৃক্ষের অন্তস্থলে
কখন কি যে হয়.......
কয়েকটা কুঁড়ি ধরেছিল
স্নেহের শিশিরে পুষ্টি পেয়েছিল বেশ
ভোরের কুয়াশা মেখে প্রাণবন্ত ,
একদিন ঝাঁ ঝাঁ দুপুর বেলায়
দংশক কীট আর পাখির আঁচড়ে
সেও দফারফা ..... !!
*স্বত্ত্ব সংরক্ষিত*
অমিত