#আমাদের_ধর্ম#অয়ন_দাস
শামশুল কে নিজের ভাই ছাড়া অন্য কিচ্ছু ভাবিনা। নাঃ,হাজার চেষ্টা তেও ধর্ম আমাদের মাঝখানে থাবা বসাতে পারেনি।শুধু একদিন আমি সামান্য অস্বস্তিতে পড়ে গেছিলাম।ঘরোয়া আড্ডায় বলেছিলাম- রাজনৈতিক দলগুলোর এই মুসলিম তোষণ কবে …
#আমাদের_ধর্ম
#অয়ন_দাস
শামশুল কে নিজের ভাই ছাড়া অন্য কিচ্ছু ভাবিনা। নাঃ,হাজার চেষ্টা তেও ধর্ম আমাদের মাঝখানে থাবা বসাতে পারেনি।
শুধু একদিন আমি সামান্য অস্বস্তিতে পড়ে গেছিলাম।ঘরোয়া আড্ডায় বলেছিলাম- রাজনৈতিক দলগুলোর এই মুসলিম তোষণ কবে বন্ধ হবে কে জানে!এতে মুসলিম দের সঙ্গে আসলে তঞ্চকতা করা হয়।তাদের বেশী করে বুঝিয়ে দেওয়া হয় তারা সংখ্যালঘু। দেশের সবার জন্য এক আইন হওয়া উচিৎ।
বলার পরেই মনে হল কোথাও অজান্তে শামশুল কে দুঃখ দিলাম না তো!একটা চাপা কষ্ট ওর মধ্যে ছড়িয়ে পড়ল না তো!
খুব ক্যাসুয়ালি পাশে বসে থাকা শামশুলের কাঁধে হাত রাখলাম। ও সিগারেটের অর্ধেক টা খেয়ে বাকি টা আমার হাতে তুলে দিল।এক সিগারেট দুজনে খেতে আমাদের কখনো বাঁধো বাঁধো ঠেকেনি।
আমাদের অফিস কলিগ দের মধ্যে আরো দুজন মুসলমান আছে।তাদের সঙ্গে তেমন বন্ধুতা হয়নি।আসলে বন্ধুতা কখনো জাত ধর্ম দেখে হয়না।
আমাদের মধ্যে একমাত্র খ্রিষ্টান অদিতি। অদিতি কে ২৫শে ডিসেম্বর আমরা সবাই মেরী ক্রিস্টমাস জানাই।শামশুল ও অদিতি আমাকে এস এম এস করে- শুভ বিজয়া অয়ন দা,বাড়ির বড়দের আমার প্রণাম জানিও।আমি, অদিতি ঈদের পর শামশুল কে ফোন করে বলি - ঈদ মুবারক শামশুল।অনেক সময় আমি বলি -শুভ ঈদ...অনেকটা শুভ বিজয়া র মত।
আচ্ছা এমন তো হতে পারে যেদিন বিজয়া র পরেরদিন অদিতি ও শামশুল পরস্পর কে শুভ বিজয়ার ভালবাসা জানাবে।আমি আর অদিতি সেলিব্রেট করব বখরি ঈদ। শামশুল আর আমি কোনো গীর্জায় গিয়ে অদিতি 'র জন্য বা ওর পরিবারের জন্য প্রার্থনা করব অনেকটা সময় ধরে।
আজ সারা ভারত জুড়ে ভাগ করা হচ্ছে মানুষ কে।ধর্মের ভিত্তিতে,জাতের ভিত্তিতে।
একটা অশিক্ষিত ও হিংস্র রাজনৈতিক পরিমন্ডলে বাস করতে হচ্ছে আমাদের।
মনে হচ্ছে যেকোনো দিন, যেকোনো সময় বন্দুকের গুলি এসে লাগবে পিঠে,মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্মের বুলি মুখস্থ বলতে বলবে আততায়ী,শপিং মলে কফি খেতে খেতে আচমকা ছিন্নভিন্ন হয়ে যাব,সরকার বিরোধী লেখার জন্য কলিং বেল টিপে নিঃশব্দে খুন করে দিয়ে যাবে গুন্ডারা।
যাদের হাতে আজ অস্ত্র,যাদের হাতে অন্য মানুষের তাজা রক্ত,যারা রাজনীতির ব্যবসায়ী দের খিলোনা,তারা কবে বুঝবে
যে আমাদের একমাত্র ধর্মের নাম ভয় আর অনিশ্চয়তা ,আমাদের একমাত্র ধর্মের নাম আপোষ,আমাদের একমাত্র ধর্ম হল গলায় বিষ ধারণ করে নীলকণ্ঠ হতে শেখা,আমাদের একমাত্র ধর্ম হল বুকের উপর ভারি কুঠার ধারণ করতে শেখা।