প্রত্যর্পণ :—আবার যদি সেই গোধূলি ফিরে আসে,রক্ত লোলুপ হিংস্র রঙ মেখে হাসে ,সে রঙ তাকেই ফিরিয়ে দেবো
আবার যদি সেই সন্ধ্যার করতল ছেয়ে,রুগ্ন চাঁদের ঘোলাটে আলো ঝরে বেয়ে,সে চাঁদের আলো ফিরিয়ে দেবো
আবার যদি শব্দ বিহীন নিবিষ্ট আবেশেমৌন রাত্…
প্রত্যর্পণ :—
আবার যদি সেই গোধূলি ফিরে আসে,
রক্ত লোলুপ হিংস্র রঙ মেখে হাসে ,
সে রঙ তাকেই ফিরিয়ে দেবো
আবার যদি সেই সন্ধ্যার করতল ছেয়ে,
রুগ্ন চাঁদের ঘোলাটে আলো ঝরে বেয়ে,
সে চাঁদের আলো ফিরিয়ে দেবো
আবার যদি শব্দ বিহীন নিবিষ্ট আবেশে
মৌন রাত্রি আসে অশরীরি তমসার বেশে
সে মৌন রাত্রি ফিরিয়ে দেবো
আবার যদি ভোর হয়ে কেউ ডাকে
আগুনের ঘ্রাণ নিয়ে দগ্ধ ক্ষতের বাঁকে
সে আগুন ভোর ফিরিয়ে দেবো
ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো
যা পেয়েছি ফিরিয়ে দেবো
রিক্ত হয়ে যা পেয়েছি তাই
নিঃস্বতার বুকে পাই যদি ঠাঁই
মাঝ পথে, যদি ফিরে যেতে হয়... ফিরে যাবো !
তবু, ফিরিয়ে দেবো !
অবহেলার স্বাক্ষরহীন দিন ফিরিয়ে দেবো !
দেবাশিস্ বসু