Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

উন্মোচন
মৌসুমী মন্ডল
20/10/2020
কিছু দেখার ধোঁয়াশা যখন পরিষ্কার হয় কষ্ট গুলোও তখন আরো বেড়ে যায়৷ মিথ্যেই আমরা জানার পাড়ে মনের নোঙ্গর লাগাই আর ভাবি -জ্ঞানের থলিতে আর বোধহয় কোন জায়গা নেই৷হায়রে ! বর্ণান্ধ হয়ে যে বিশ্বাসের ভিত গড়ে উঠেছিল…

 


উন্মোচন


মৌসুমী মন্ডল


20/10/2020


কিছু দেখার ধোঁয়াশা যখন 

পরিষ্কার হয় কষ্ট গুলোও তখন 

আরো বেড়ে যায়৷ 

মিথ্যেই আমরা জানার পাড়ে 

মনের নোঙ্গর লাগাই আর ভাবি -

জ্ঞানের থলিতে আর বোধহয় 

কোন জায়গা নেই৷

হায়রে !

 বর্ণান্ধ হয়ে যে বিশ্বাসের 

ভিত গড়ে উঠেছিল একটু, একটু

  ক'রে হঠাৎ শক্তের উন্মোচনে 

সত্যি সবুজ মনেরও মৃত্যু হয়৷

 এর থেকে কালোর সাথে 

চলতে ,চলতে সয়ে যেত তার 

ধর্ম গুলোও মনের মাঝে৷

বুঝতাম এটাই নিয়তি ছিল

 আমার জন্যে৷