#আশার_বালিয়াড়ি নাজমাতুল লায়লা
বেদনার দহনে চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় অজস্র অশ্রু কণা, বিষন্ন জীবনে বেদনার তীব্র অনলে পুড়ে ছাড়খার হয় ক্রমাগত হৃদঅরণ্য ;আশার বালিয়াড়ি আজ হতাশার মাঝে পথ হারায়বেদনার তরী পাড় ভেঙে দু'কূল ভাসায়lঅযাচি…
#আশার_বালিয়াড়ি
নাজমাতুল লায়লা
বেদনার দহনে চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় অজস্র অশ্রু কণা,
বিষন্ন জীবনে বেদনার তীব্র অনলে পুড়ে ছাড়খার হয় ক্রমাগত হৃদঅরণ্য ;
আশার বালিয়াড়ি আজ হতাশার মাঝে পথ হারায়
বেদনার তরী পাড় ভেঙে দু'কূল ভাসায়l
অযাচিত মন কাঁদে সারাক্ষন ফেরারি শূন্যতায়!
বুক ফাটা আর্তনাদে বিগলিত দু'নয়নে ভিজে যায় হৃদঅঙ্গন ;
যাপিত নিশী নিরাশার মাঝে পথ চেয়ে রয়
আশার অপেক্ষায় সোনালী ভোরেরll
21/10/2020 ইং