মৃত প্রতিশ্রুতির হিট চেম্বারেকৃত্তিবাস ওঝা27/10/2020
অভিযোগ করার জীবন্ত লাশটা শ্মশানে পুড়িয়েঅস্থিটা ভসিয়ে দিয়েছি গঙ্গায়, অনেকদিনঅধৈর্যের বারুদ দিনের পর দিন শিশিরে ভিজিয়েপুরুষত্বের পরমায়ু পুতে রেখেছি কবরে, বহুদিনঅভিমান শব্দের অভিধা…
মৃত প্রতিশ্রুতির হিট চেম্বারে
কৃত্তিবাস ওঝা
27/10/2020
অভিযোগ করার জীবন্ত লাশটা শ্মশানে পুড়িয়ে
অস্থিটা ভসিয়ে দিয়েছি গঙ্গায়, অনেকদিন
অধৈর্যের বারুদ দিনের পর দিন শিশিরে ভিজিয়ে
পুরুষত্বের পরমায়ু পুতে রেখেছি কবরে, বহুদিন
অভিমান শব্দের অভিধানিক জীবন্ত মানেটা
দাঁড়িয়ে পাহাড় চূড়ায়
প্রতিধ্বনি খুবই অসুস্থ, বড় অসহায়,
কিছুটা নিরুপায়
স্মৃতির পুরানো পান্ডুলিপি তুষের আগুনে পোড়ে
মৃত প্রতিশ্রুতির হিট চেম্বারে
পরিযায়ী পাখির মত ভালোবাসা ফিরে গেছে
শীতের দেশে
মৌ এখন নিশ্চিন্তে হালকা নুন দিয়ে
কাজুবাদাম খায় টেমাস নদীর তীরে
মৃত ও জীবিত মানুষটির হাড়গোড় এখন জাদুঘরে
তুমি দক্ষ দাবাড়ুর মত বাজিমাত করলে
বোড়ের এক চালে
জনৈক শুয়ে আছে মৃত প্রতিশ্রুতির হিট চেম্বারে।