Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বড়ো স্বার্থপর হয়ে গেছি
শ্যামলী পাল,২৯/১০/'২০ই
আমি তো সেই লক্ষ্মী মেয়ে বাপ মায়ের কাছে বড়ো আদুরে অতবড় একটা মাটির বাড়ী পাশে ছোট্ট পুকুর অনেক ভাই-বোন একসাথে  মজা হতো খুব। জানো কাকা জ্যাঠার ছেলে মেয়েভীষন ভালো বলতো ডেকে লক্ষ্…

 


বড়ো স্বার্থপর হয়ে গেছি


শ্যামলী পাল,২৯/১০/'২০ই


আমি তো সেই লক্ষ্মী মেয়ে 

বাপ মায়ের কাছে বড়ো আদুরে 

অতবড় একটা মাটির বাড়ী পাশে ছোট্ট পুকুর 

অনেক ভাই-বোন একসাথে  মজা হতো খুব। জানো কাকা জ্যাঠার ছেলে মেয়ে

ভীষন ভালো বলতো ডেকে লক্ষ্মী বোন আয়রে

খেলার মাঠে চল ।

সে কী আনন্দ খেলা ধূলো গল্প আড্ডা।

 সব এসেছি ছেড়ে কাঁদতে কাঁদতে কারণ 

আমি যে মেয়ে ।

সেই কতদিন হয়ে গেল ছেড়ে আসা,

 লক্ষ্মী মেয়েরা বাপের ঘরে বাসা বাঁধে না

 এখন কেউ লক্ষ্মী বলেনা আর ।

এত দায়িত্ব শেষ হয়না , লক্ষ্মী বৌ হতে কে না চায় 

অনেক অনেক ইচ্ছে মরে গেছে । 

মাঠ নেই পুকুর নেই ভাইবোন কাছে নেই।

 একটা নিজের  জোড়াতালির সংসার একান্তই 

নিজের খুব স্বার্থপর হয়ে গেছি।

আজ বাদে কাল কোজাগরী পূর্ণিমা লক্ষ্মীপূজো।

 প্রার্থনা করবে মেয়ে বৌ মাগো আমার ছেলে মেয়ে 

স্বামীকে ভালো রেখো। বড় স্বার্থপর হয়ে গেছি।

 


শিরোনাম #বড়ো স্বার্থপর হয়ে গেছি

কলমে# শ্যামলী পাল

তারিখ#২৯/১০/'২০ইং