বিভাগ ----কবিতাশিরোনাম ---এসো মা হিল্লোলেকলমে-গীতা লোধ২০/১০/২০২০
আজি শরৎসুন্দরী আসলো দ্বারে।মন কাঙ্গাল দিশা হারায় দুখ ভরে।
ভুবন জড়ায়ে আছে শোক তাপের সাথে।মানব ম্লান বেদনা বক্ষ নিল পেতে।
যৌবন বেগ আজ …
বিভাগ ----কবিতা
শিরোনাম ---এসো মা হিল্লোলে
কলমে-গীতা লোধ
২০/১০/২০২০
আজি শরৎসুন্দরী
আসলো দ্বারে।
মন কাঙ্গাল দিশা
হারায় দুখ ভরে।
ভুবন জড়ায়ে আছে
শোক তাপের সাথে।
মানব ম্লান বেদনা
বক্ষ নিল পেতে।
যৌবন বেগ আজ
থরথর বেরস জীর্ণ।
শিশু-তরুন-বৃদ্ধ আজ
অপ্রসন্ন মন বিষণ্ণ।
আন একটু খুশির জোয়ার
শরতের ধরতলে।
এসো মা মধুবায়ে
উল্লাস হিল্লোলে