Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষয় - গদ্য কবিতা            মন খারাপ         ~~~~~~~~~          সুমিত্রা সাউ গিরি
মন খারাপ হলেওবলতে নেই....মন খারাপের কালোমেঘ থেকেফোঁটা ফোঁটা বৃষ্টি হয়তবুও রোদের ঝিলিক দেখাতে হয়।মুষলধারে বৃষ্টি হলেই মেঘ কেটে যায় ঠিকইকিন্তু প্রবল …

 


বিষয় - গদ্য কবিতা

            মন খারাপ

         ~~~~~~~~~ 

         সুমিত্রা সাউ গিরি


মন খারাপ হলেও

বলতে নেই....

মন খারাপের কালোমেঘ থেকে

ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়

তবুও রোদের ঝিলিক দেখাতে হয়।

মুষলধারে বৃষ্টি হলেই 

মেঘ কেটে যায় ঠিকই

কিন্তু প্রবল বর্ষণের চিহ্ন থেকেই যায়

তবু সামলে নিতে হয়

প্রস্তুতি নিতে হয় আগামীর জন্য।

মন খারাপ হলেও

বসন্ত সুখ মেখে

সোহাগ-আদরে ভাসতে হয় অনিচ্ছাসত্ত্বেও

খুশির রঙে হাসির রামধনু দেখিয়ে

ভালোবাসার বৃষ্টিতে ভিজতে হয়।

মনখারাপ হলেও

দায়িত্ব -কর্তব্যের সিঁড়িগুলো টপকাতেই হয়

অনায়াসে অবলীলায়

নিয়মিত নির্ধারিত ভাবেই।

ভালো রাখার ভালো থাকার ভান করতে হয়

অভিমানের টুকরো গুলোকে তালাবন্দী করে।

মন খারাপের সময় পাশে থাকে শুধু 

ঐ আপন মনটাই

আর লড়াই টা লড়ে

ঐ ক্লান্ত বিষন্ন দলিত মনটাই

একাকী একান্তে স্বমহিমায়।।

         --------●-----------


★★তাই মন খারাপ করতে নেই।।