কবিতা—শেষ কোথায় !!!শক্তি কুন্ডু ৷
রুগ্ন শহর হলদে রঙে ঘেরা মন মেজাজে অবসাদের ছায়া ,তবু শরৎ শিঁউলী ফোঁটায় গাছে কাশের মাঠে শিশির ভরে রাখে !
অপুর এবার ভীষণ রকম জ্বর কলা কুশলীর তাই নিয়ে যত ডর !দুর্গা বলছে থাক না এইবারপুজো পার্বণ রেল গাড়…
কবিতা—শেষ কোথায় !!!
শক্তি কুন্ডু ৷
রুগ্ন শহর হলদে রঙে ঘেরা
মন মেজাজে অবসাদের ছায়া ,
তবু শরৎ শিঁউলী ফোঁটায় গাছে
কাশের মাঠে শিশির ভরে রাখে !
অপুর এবার ভীষণ রকম জ্বর
কলা কুশলীর তাই নিয়ে যত ডর !
দুর্গা বলছে থাক না এইবার
পুজো পার্বণ রেল গাড়ি দেখবার ৷
কত সন্তান ভেসে গেলো জ্বর গায়ে
কত মার কোল শূন্য হয়ে গ্যাছে ...
তবু ভয় হীন মাস্ক ছাড়া পৃথিবী !!
অবাক হচ্ছে দুর্গা !!
অসুরের চোখে জীবন্ত আঁকা কামনার
জ্বর দেখে...!
কামনার জ্বরে বোধনের আগে,
শত দুর্গা বিসর্জনে ...
অবাক হচ্ছে দুর্গা !
সত্যজিৎ এর দুর্গা
অসুর নিধনকারী দুর্গা,
ফুটপাতে বসা রঙ মাখা দুর্গা ...হয়তো নির্ভয়া, হয়তো দামিনী...হয়তো অসিফা অথবা কামদুনী
হয়ে গ্যাছে ...তবু পুজো !!!
সবই আদিখ্যাতা !!
প্রতি ঋতু যেখানে ঝরা পাতা হয়ে থাকে
সেখানে হেমন্তকে দোষ দিয়ে কি হবে !!
দুর্গা বুঝেছে ...
ধর্ম বিভেদ লিঙ্গ সবই জ্বরের কাছে কাবু
মৃত্য মিছিল বলছে নিরন্তর তবু ...
মানা না মানা বক্র রেখায় বইছে
জানি না শেষ কি বলতে চাইছে !
কেউ কি আঙুল উঁচিয়ে রাজার দিকে
বলবে ...শেষ কোথায় ???