জীবন্ত মমি আশা সরকার ১৫।১০।২০২০
তোমার মানবিকতায় ঘুণ ধরেছে মরচে পড়া মেরুদণ্ড ভেঙে যাওয়ার অপেক্ষায়, তুমি না প্রতিবাদী ?প্রতিবাদের ভাষা আজ চিনি বলতেও ভয় পাও
ক্ষুদ্র স্বার্থের লক্ষণরেখ…
জীবন্ত মমি
আশা সরকার
১৫।১০।২০২০
তোমার মানবিকতায় ঘুণ ধরেছে
মরচে পড়া মেরুদণ্ড ভেঙে যাওয়ার অপেক্ষায়,
তুমি না প্রতিবাদী ?
প্রতিবাদের ভাষা আজ চিনি বলতেও ভয় পাও
ক্ষুদ্র স্বার্থের লক্ষণরেখায় বন্দী
তোমার জীবন দর্শন।
ভীত মনে আজ উইপোকার বাসা ,,
মুখোশের আড়ালে লুকিয়ে রাখো মিথ্যে গুলো।
তোমার সৃষ্টিশীলতাকে কুর্নিশ করতাম
গ্লানি ভরা মিথ্যে অপবাদ
কাঁচের ঘরে বন্দী সত্য গুলো
এক ঢিলে ভেঙ্গে ফেলা যায়।
সুনাম আর বদনামের পার্থক্য বোঝো নি?
প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, মায়া, মমতা
নেহাতি কালির আঁচড় ,,,,,,,,,,,
তোমার দ্বিচারিত্বা দেখে শব্দেরাও লজ্জিত।
সব দেখছি, শুনছি, তবুও অভিব্যক্তি হীন
তাই আজ তুমি আমার কাছে জীবন্ত মমি।।
🌼🌼🌼🌼🌼🌼