Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তুমি আসলেই :=
তুমি আসলেই ...যেন রামধনু রঙে রাঙিয়ে যায় গোধুলির নীলাভ আসমান ....তুমি আসলেই .... রাশি রাশি ভ্রমরেরা রেণু মাখে আপন খুশির জোয়ারে...তুমি আসলেই নাম না জানা মৃদু বাতাস শিহরিত বিসমিল্লার মাতাল কোন সুরে...তুমি আসলেই ...একটা …

 


তুমি আসলেই :=


তুমি আসলেই ...

যেন রামধনু রঙে রাঙিয়ে যায় গোধুলির নীলাভ আসমান ....

তুমি আসলেই .... 

রাশি রাশি ভ্রমরেরা রেণু মাখে আপন খুশির জোয়ারে...

তুমি আসলেই 

নাম না জানা মৃদু বাতাস শিহরিত বিসমিল্লার মাতাল কোন সুরে...

তুমি আসলেই ...

একটা দুটো বৃষ্টি ফোটা পলকে কিংবা ঠোঁটে ...

তুমি আসলেই...

অগোছালো মন উদাস আলগা আবেশে ...

তুমি আসলেই ...

ভীষণ ভীষণ ভালোলাগা !

যেন পৃথিবী মুঠোয় ...

প্রজাপতির উষ্ণ অধর স্পর্শে ...ll


দেবযানী ঘোষাল

১১/১০/২০২০