বিষয় _ কবিতানাম _ মুছে দিলে লেখিকা _ লিপিকা দত্ত সরকাররচনা কাল_ 30. 9. 2020 ( বুধবার)তারিখ _ 10. 10. 2020
মুছে দিলে জীবন থেকেতা করেছো বেশ,তোমার আমার মিলনের সব আশাই বুঝি শেষ।
কবিতা লেখা আর আবৃত্তিতোমার কাছে সবাই চায়,তোমার কাছে এইট…
বিষয় _ কবিতা
নাম _ মুছে দিলে
লেখিকা _ লিপিকা দত্ত সরকার
রচনা কাল_ 30. 9. 2020 ( বুধবার)
তারিখ _ 10. 10. 2020
মুছে দিলে জীবন থেকে
তা করেছো বেশ,
তোমার আমার মিলনের সব
আশাই বুঝি শেষ।
কবিতা লেখা আর আবৃত্তি
তোমার কাছে সবাই চায়,
তোমার কাছে এইটুকু যেন
মানুষ চিরকাল পায়।
মন্দ কাজ করবে না আর
মন্দ সঙ্গে মিশবে না,
সুন্দর সংকল্প থেকে জীবনেও
সরে যেও না।
জীবনটাকে সুন্দর করে গড়ো
না হয় যেন নষ্ট ,
মানব জীবন অমূল্য সম্পদ
ফুরালে হবে কষ্ট।
ভালো থেকো সুখে থেকো
এই টুকু শুধু চাই,
তোমার সুস্থতার খবর
যেন প্রতিনিয়ত পাই।
মিষ্টি হাসি সবসময় থাক
ঠোঁট দুটোতে তোমার,
পবিত্র আলো ও পরম আনন্দে
হোক জীবন পরিপূর্ণ তোমার।
*** শান্তির সাথে সুস্থ থেকো বন্ধু।