Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা#শিরোনাম_তোমার_যাবার_বেলা#পবন_কুমার_সাহা২৬/১০/২০২০
পূজো পূজো পূজো হয়ে গেলোকত মানুষের আশাকত ছিল রূপ আঁকা ভাষাকেনো রে এই তামাশা।
কেনো মনে বেঁধে বাসা সর্বনাশাদেহে বিষ নাড়াচাড়া গাই গান কোন শ্বরে বল নারে  অভিসা…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

#শিরোনাম_তোমার_যাবার_বেলা

#পবন_কুমার_সাহা

২৬/১০/২০২০


পূজো পূজো পূজো হয়ে গেলো

কত মানুষের আশা

কত ছিল রূপ আঁকা ভাষা

কেনো রে এই তামাশা।


কেনো মনে বেঁধে বাসা সর্বনাশা

দেহে বিষ নাড়াচাড়া 

গাই গান কোন শ্বরে বল নারে 

 অভিসাপ সব তারা।


যাবার বেলায় মনের খেলায়

মিলনে দে তোর হাসি

জগৎ সভায় বিজয় নিয়ে

তোমার নামেই ভাসি।


এরূপ কখনো দেখিনি চোখেতে

ভয়ের থাকেনি দোলা

সবার মনেতে বিষের চাহুনি

হৃদয় কোথায় খোলা।


আজকে বিজয়া স্রোতের ভেলায়

তোমার যাবার বেলা

মনের আকাশ সবার দোলায়

দাওগো খুশির খেলা