Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনাম_ছায়া#কলমে_পলি ঘোষ ✍️তাং২০.১০.২০২০
রোদ যত চড়া,ছায়া সেখানে নাকি তত কালো।আমি কি বর্ণান্ধ!!তাই বুঝি সেখানে চোখে পড়ে,মেশানো সব আলো।তোমার পাশে  আমার ছায়া,তোমারও ছায়া...।সেখানে বসে দেখেছি,আলো আছে,বাতাস আছেএকটা মুগ্ধতা আছে.…

 


#শিরোনাম_ছায়া

#কলমে_পলি ঘোষ ✍️

তাং২০.১০.২০২০


রোদ যত চড়া,ছায়া সেখানে নাকি তত কালো।

আমি কি বর্ণান্ধ!!

তাই বুঝি সেখানে চোখে পড়ে,মেশানো সব আলো।

তোমার পাশে  আমার ছায়া,

তোমারও ছায়া...।

সেখানে বসে দেখেছি,আলো আছে,বাতাস আছে

একটা মুগ্ধতা আছে... তা  নিয়ে  ঝিমুনিও আছে।

ভ্যাপসা গরমে এক টুকরো হিমেল পরশ রাখে তাকে ঘিরে।


সোডিয়াম নিয়ন,হাজার রঙের সুখের আলো।

অন্ধকারেও তাপ দেয় ছায়ার আঁচ।

যতই দূরে থাকি না কেন,ছায়া কিন্তু পাশে,

কত্তো রঙিন স্বপ্ন তার মাঝে ভাসে।

থাক না সে অতল সাগরের গুন্ঠিত সাজে!!

স্বপ্ন গুলো থাক এ পাড়ে

জীবন তরী ভাসাবো না হয় মরণের ওই পাড়ে।