#দৈনিক_প্রতিযোগিতা
#কাব্যের_ঘোরে_মুখর_ডোরে
ডা.শামস রহমান ৪ কার্তিক'১৪২৭;২০/১০/২০
আমি কবি নই কাঁধে নেইতো ঝোলা,দাঁড়িচুলে নই যে আত্মভোলাযার ভাষা আছে মায়ের শেখানো বুলি,লিখেছে কলম খোলা!কোনোদিন বাংলার পথেঘাটে,শুনেছিল বাটে কুহুতান কোকি…
#দৈনিক_প্রতিযোগিতা
#কাব্যের_ঘোরে_মুখর_ডোরে
ডা.শামস রহমান
৪ কার্তিক'১৪২৭;২০/১০/২০
আমি কবি নই কাঁধে নেইতো ঝোলা,দাঁড়িচুলে নই যে আত্মভোলা
যার ভাষা আছে মায়ের শেখানো বুলি,লিখেছে কলম খোলা!
কোনোদিন বাংলার পথেঘাটে,শুনেছিল বাটে কুহুতান কোকিলের কণ্ঠে
পল্বলে ফুটে শতদল বল্কলে,পরালো বেলী বকুলের মনিহার কণ্ঠে
দূর সাগরের পারে কে যেন ডাকে,মিষ্টি মধুর সম্ভাষনে
চেয়ে দেখি কত চেনা কাছের মনে হয়, সিক্ত আহ্বানে।
শুকতারা সে যে ভিন আকাশে,ফুটে এ গগনে সন্ধ্যাতারা হয়ে
তুমি আছ তাই খুঁজেছি তারে,ভিজে জোছনায় মন মাতিয়ে।
কত চেনা মনে হয় তবু জানা হলো না, আজও অন্তর তার
বাইরে দেখি যারে সুন্দর অপরূপ,সে ফাগুনে খুলে দেবে দ্বার!
খুঁজেছি কতকাল পরশ পাথর,অনাদরে পড়ে ধূলায়
মনে ছিল আশা হলো দুরাশা,চলেছি সে পথের ধায়!
সকালে দেখা হলো চলে গেলে দূরে,পড়ন্ত গোধূলি বেলায়
রাতের পাখিগুলো চেয়েছে নীরবে,যেন সে ভোরের আশায়!
দ্বারে আছ দাঁড়িয়ে কত কথা সাজিয়ে, একে একে বলে যাবে
পলকের দেখা এ কেমন কথা,কিছু সময় তো পাশে রবে।
এ কোন আশায় মিশে গেল ভাষায়,আঁখিপল্লবে বিজুরী ঝরে
কথা দাও আবার আসবে ফিরে,কাব্যের ঘোরে মুখর ডোরে।
#কবিস্বত্ব_সংরক্ষিত।