কবিতা : মোদের কথাকলমে : জয়ন্ত ভট্টাচার্যতারিখ : ২৫/১০/২০২০
মন্দিরে মন্দিরে ঘণ্টা , শঙ্খ নিনাদে শুনি তব আগমনী , নিঃস্তব্ধতার প্রাচীর ভেঙে কর্নে পশিল আসি ।
বাকরুদ্ধ মানবের চোখে আনন্দের বারিধারা , তুমি , এসেছো আজি এই ধরাধামেএবার হয়…
কবিতা : মোদের কথা
কলমে : জয়ন্ত ভট্টাচার্য
তারিখ : ২৫/১০/২০২০
মন্দিরে মন্দিরে ঘণ্টা , শঙ্খ নিনাদে
শুনি তব আগমনী ,
নিঃস্তব্ধতার প্রাচীর ভেঙে
কর্নে পশিল আসি ।
বাকরুদ্ধ মানবের চোখে
আনন্দের বারিধারা ,
তুমি , এসেছো আজি এই ধরাধামে
এবার হয়তো ঝড়িবে মাতৃ সুধাধারা ।
অভিযোগ , মাগো অনেক আছে
বছর ভরে জমা ,
অনাহার আর অনটনের হিসাব
কারোর নেই যে শোনার তাড়া ।
প্রদীপের আলো ম্লান হয় ঘরে
অনাহুত নানা কারণে ,
দারিদ্র আর অভাব সেথায়
বসত করে দুই জনে ।
দাবদাহ আনে খরার স্থিতি
আসে আষাঢ় শ্রাবণে প্লাবন
বছর বছর এই দুর্যোগ সহে
মেনে নিয়েছি এটা মোদের কপাল লিখন ।
শরৎ আকাশে মেঘেদের হাতে
পাঠিয়েছি কত না তোমায় চিঠি
পাইনি কখনও কোন উত্তর তার
জলে ভরে আঁখি দুটি ।
প্রতি বছর তুমি এসো এ ধরায়
তোমার সময় মতো ,
হাজারো জ্বালায় যতই থাকি না
তোমার যত্নের খামতি রবে নাতো ।
জয়ন্ত ভট্টাচার্য ।@