#এক দুখী ভুতুর গল্প#কলমে শর্মিলা সেন
"হলো, আবার দুগ্গা পুজো এলো আর ঐ মানুষের ছানাপোনা গুলো জ্বালিয়ে মারবে গো।এই বাড়িটা বন্ধ দেখে গতমাসেই এখেনে ডেরা বাঁধলুম , বেশ গাছগাছালি দেখে,ওমা আজ সকালে দেখি দুটো পোড়ারমুখো মিনসে এসে গে…
#এক দুখী ভুতুর গল্প
#কলমে শর্মিলা সেন
"হলো, আবার দুগ্গা পুজো
এলো আর ঐ মানুষের ছানাপোনা গুলো জ্বালিয়ে মারবে গো।এই বাড়িটা বন্ধ দেখে গতমাসেই এখেনে ডেরা বাঁধলুম , বেশ গাছগাছালি দেখে,ওমা আজ সকালে দেখি দুটো পোড়ারমুখো মিনসে এসে গেট খুলে ঢুকছে।কথা শুনে বুঝলাম বাড়িতে নাকি পুজো হবে। বাড়ি র লোকজন সব নাকি বাইরে বাইরে থাকে পূজো র সময় তারা আসবে!! তাই ঐ লোক দুটো এসেছে,তার ব্যবস্থা করতে। বোঝো আমি এখন কোথায় যাবো!! তবে রাতবিরেতে যদি এট্টু পুজোর দালানে বসে আরতি দেখি,আর ধুনুচি নাচি তাহলে কি ওরা মানে মানুষের পো রা কি খুব ভয় পাবে??কি করে ভুলি ,দুবছর আগে বোসেদের মেয়ে টাকে একটু চমকে দেওয়ার জন্য ধুনুচি নাচতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে এমন হলো মাথাটাই গেল ফেটে, তার কিছু দিনপর তো দু'দিনের জ্বরে টেঁসে গিয়ে এখানে এলাম। এবার যদি এখানে কোনো মেয়েকে পছন্দ হয় তবে ঘাড় মটকে এই গাছের ডালে এনে তুলবো আর টপাস করে যদি বিয়ে করতে পারি তবে আর পায় কে!!"
(কিছুক্ষন পর )
"ও বাবা এরা বলে কি এবার নাকি পূজো য় বাইরের কেউ আসবে না, ধুনুচি নাচ হবে না শুধু নিয়ম রক্ষার জন্য ঘটপূজো হবে?? তাহলে ভূত হয়েও আমার জীবনে কোন পূজো র প্রেম হলোনা !!! আমার মনুষ্য জীবন আর ভূত জীবন দুটোই পূজো প্রেম ছাড়াই কেটে গেল গো,এ দুক্ষু আমি কোথায় রাখবো???"