Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#অভ্যাস 
#সায়ন্তিকা 
সন্ধ্যে নামলেই ঘরে ফেরার তাড়াতে কতো প্রেমিক ভুলে যায় প্রেমিকার নাম ,তারপর বাড়িতে বসে হঠাৎ মেসেজ ۔۔۔"বড্ড মিস করছি তোমাকে , ধুর , ভাল্লাগে না !"
গ্রিন টিতে চুমুক চুমুক শব্দ ,আর দামি শার্টে লুকোনো লাল লি…

 


#অভ্যাস 


#সায়ন্তিকা 


সন্ধ্যে নামলেই ঘরে ফেরার তাড়াতে কতো প্রেমিক ভুলে যায় প্রেমিকার নাম ,

তারপর বাড়িতে বসে হঠাৎ মেসেজ ۔۔۔

"বড্ড মিস করছি তোমাকে , 

ধুর , ভাল্লাগে না !"


গ্রিন টিতে চুমুক চুমুক শব্দ ,

আর দামি শার্টে লুকোনো লাল লিপস্টিকের দাগটা ,

স্নান সেরে পারফিউমের গন্ধ মুছতে চাওয়ার চেষ্টা ,

আর তখন একটা মিসড কল !

উফফ ! ছাদে গিয়ে সুখটান দিতে দিতে ক্লিভেজ দেখার বায়না !


আর ওদিকে তখন শহর ডুবছে গভীর ঘুমে ,

শুধু টিমটিম করে রাস্তার কয়েকটা আলো নিভতে ভুলে যায় !


ভালোবাসা তখন গোলাপি চাদরে শুধু একটা অভ্যাস ,

আর লাস্ট সিনে পড়ে থাকে একটা ছোট্ট লেখা ۔۔۔


"এই , আমাকে একটু আদর করবে ?"