#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#ঝরে_কচিপ্রাণ_বলাৎকারে
ডা.শামস রহমান ৬ কার্তিক'১৪২৭;২২/১০/২০
অতটুকু কচি প্রাণ বলাৎকারের কি বোঝে ধূলো নিয়ে খেলে মাটিতেবাংলায় ঘটে যায় বালি বণিতা ধর্ষণ,জোরপূর্বক তার মুঠিতে!এ কেমন মেয়েবেলা দেখে সে বারবেলায়,…
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#ঝরে_কচিপ্রাণ_বলাৎকারে
ডা.শামস রহমান
৬ কার্তিক'১৪২৭;২২/১০/২০
অতটুকু কচি প্রাণ বলাৎকারের কি বোঝে ধূলো নিয়ে খেলে মাটিতে
বাংলায় ঘটে যায় বালি বণিতা ধর্ষণ,জোরপূর্বক তার মুঠিতে!
এ কেমন মেয়েবেলা দেখে সে বারবেলায়,ধর্ষণ করে নয় ক্ষান্ত
অশুভ প্রেতাত্মা ভর করে কাঁধে,সে যে ধর্ষক হন্তক অশান্ত!
সুন্দরবনে ঘুরেছে বাংলার বাঘ যেন,পথেঘাটে করে মৌজ মাস্তি
নজর পড়ে যদি ও মেয়ে সাবধান,আপাদমস্তক রেখো আস্তিক!
কেবা তারে বলে বুকের পাটার জোরে,পেলো যেন ছাড়পত্র
দোহাই ভগিনী জায়া কন্যা সজনী,তুমি কপাল গুনে পাবে সুপাত্র!
বাংলায় কথা বলে বাংলীশ ভাব ধরে,মাস্তানি করে ছলে বলে
কি মতলবে ঘুরে চারিপাশে তারই,ফণা তুলে সময় এলে!
ওরে নির্বোধ ঘাতক বিষধর দুর্জন,এতো ক্ষুধা তার কোথা থেকে
শান্তিতে ছিল সেদিনও এই ভূমি,সব কি ফিল্মে আমদানি নেটে?
সে ভন্ড কূপমুন্ডক কর তান্ডব অপদস্থ,হলো অসহায় বিপর্যস্ত
সে যে ধর্ষক,পাপী অশুভচিন্তক,ঘৃণাভরে কর দুষ্টকীট পর্যুদস্ত!
মা বোনের ধর্ষণ যেন মাটির ক্রদন,করে যায় অবলীলাভরে
ফুরাবে কি অনাচার,ভুবনের অত্যাচার যত দংশণে সবে মরে।
শিশুকাল তার কাটেনি অবুঝ,ক্ষত বিক্ষত ছেলেখেলায়
পাঁচ ছয় সাত আটে,নাবালিকা কত,ধর্ষিত অবেলায়!
একি বিভীষিকা বাংলার বুকে,করে ধর্ষণে আহাজারি
এ কোন সমাজ চোখের সামনে,নারীসম্ভ্রম লুণ্ঠিত হারি!
পাখি ডেকেছিল কখনো কুহুকুহু ক্ষণে,আজ প্রাণ যায় মুহুর্মুহু
এ কেমন মহাকাল চিৎকারে বেহাল,সে নারীর জীবন দুঃসহ!
#কবিস্বত্ব_সংরক্ষিত।