মেঘ রোদ্দুর :—কল্পলোকে বীজ বুনেছিসুখের ফসল তুলবো বলেমোহের বিষে দিন গুনেছিদুখের অনল উঠলো জ্বলে ৷
মন খারাপী রাত্রি ছেয়েতারার চোখে জল দেখেছিতবু খানিক আকাশ পেয়ে নীল সাগরের রঙ মেখেছি ৷
কখন যেন রাতের কোণেতারা খসে পথটি হারায়আবার কখন মেঘলা…
মেঘ রোদ্দুর :—
কল্পলোকে বীজ বুনেছি
সুখের ফসল তুলবো বলে
মোহের বিষে দিন গুনেছি
দুখের অনল উঠলো জ্বলে ৷
মন খারাপী রাত্রি ছেয়ে
তারার চোখে জল দেখেছি
তবু খানিক আকাশ পেয়ে
নীল সাগরের রঙ মেখেছি ৷
কখন যেন রাতের কোণে
তারা খসে পথটি হারায়
আবার কখন মেঘলা মনে
একমুঠো রোদ থমকে দাঁড়ায় ৷
চেনা নীড়ের পথটি ভুলে
মনটা ঘোরে ভুল ঠিকানায়
কখন আবার দু'চোখ খুলে
আশার আলো সামনে দাঁড়ায় ৷
গোলক ধাঁধার অচীন মনে
জীবন তো নয় সরলরেখা
এক জীবনের দু'নয়নে
মেঘ রোদ্দুর ছবি আঁকা ৷৷