Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনামঃ_সাধ#কলমে_পলি ঘোষ ✍️#তাং_৫.১০.২০২০
শত জনমের সাধ ছিল একটি গাছ হয়ে জন্মাবারভাসাবো ভুবন সবুজ আলোকে শ্যামল জোছনা জোয়ার।শত বিহঙ্গ পাখা মেলে ঠাই পাবে আমার ই বক্ষ তলে শ্রান্তি দেশে ক্লান্ত পথিক ঘুমোবে জগৎভুলে।যদি প্রেমিক হও আম…

 


#শিরোনামঃ_সাধ

#কলমে_পলি ঘোষ ✍️

#তাং_৫.১০.২০২০


শত জনমের সাধ ছিল একটি গাছ হয়ে জন্মাবার

ভাসাবো ভুবন সবুজ আলোকে 

শ্যামল জোছনা জোয়ার।

শত বিহঙ্গ পাখা মেলে ঠাই পাবে আমার ই বক্ষ তলে শ্রান্তি দেশে ক্লান্ত পথিক ঘুমোবে জগৎভুলে।

যদি প্রেমিক হও আমার।


সবুজের স্নিগ্ধতা বিহীন তুমি মা বড্ড বেমানান

দিবো না তোমায় ছারখার হতে

থাকুক যতই রোষানল।

বসুন্ধরার উদর ছিঁড়ে জন্মাবো ভূমিকন্যা

পৃথিবীকে আমি রক্ষা করবো শত দুর্যোগ খরা বন্যা।

সাধ ছিল মোর শত জনমের একটি গাছ হবার।

ফুলে ফলে রূপে ভরাবো ধরা

যদি প্রেমিক হও আমার।


সব নাশকতা হারিয়ে দেবো আনবো সজীবতা

শত পল্লবের চাউনিতে মুড়ে ধরবো সবুজ ছাতা।নির্বিচারে ধ্বংস করা সবুজ ফিরিয়ে আনবোই

যদি তুমি প্রেমিক হও আমার।


রং বেরঙের  ফুল ফুটবে আমার শীতল ধারা

প্রকৃতির সাথেই এক হবো আনন্দে মাতোয়ারা।

যদি তুমি প্রেমিক হও আমার।


বীজের উপর কঠিন ঢাকনা শিশু নিদ্রা রত

জননী হয়ে রক্ষা করবো সামলে বিপদ যত।

সেই বীজ হতে জন্মে একদিন হবে অভিজ্ঞ মহীরুহ

ভূবন আলোকে আলোকিত হবে তোমারে আশ্রিত।

যদি তুমি প্রেমিক হও আমার।


বন্যা খরা দুর্যোগ কে ফুৎকারে উড়াব

যদি তুমি আমার পাশে থাকো।

বজ্র নিশানে আসবে যখন সর্বনাশী ঝড়

প্রলয় শিখায় লন্ডভন্ড 

উপড়াতে পারবেনা পাষণ্ড

ধরণীতে যত মহাকাণ্ড

ঘটবেনা পুনর্বার

যদি তুমি প্রেমিক হও আমার।

কথা দিলাম।


পলি ঘোষ ✍️

...............................................


#ও মেয়ে তুই

#পলি ঘোষ ✍️

#তাং_৪.১০.২০২০


ও মেয়ে তুই ওঠ...

কাঁদিস কেনো ,কেনো চোখে জল..!

তোর ললিমা মাখা রক্ত চোখে

জ্বালা দাবানল।

শান দিয়ে নে দাঁত নখে

কামড়ে ধর ঘাড়

দশ হাতেতে  বল করে তুই 

অসুর বধ কর।

তোর চোখেতে আগুন ছড়া

হাটে ময়দানে।

পাষণ্ড দের বুকে গিয়ে যেন

বজ্রাঘাত হানে।

ঝলসে উঠুক ত্রিশূল তোর

  বিঁধিয়ে দে পিশাচের বুক

পীড়িতের আর্তনাদে

হতে দিস  না আর সুখ।


আর চুপ নয়,

অট্টহাসি হেসে ওঠ তুই বিস্ফোরণে জ্বলে

জ্বালিয়ে দে তুই রক্ত চোষা

নরক লালসাকে।

দেখিস

ভোরের সূর্য যাবে পাল্টে 

তোর আগুন চোখের ছোঁয়ায়

ভেঙে আয় সব বাধা

ভয় কে কর জয়।