Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাঙামাটি সর্বজনীন দুর্গা পূজা কমিটির প্রাক্তন সম্পাদক ও ডায়মন্ড স্পোটিং ক্লাবের সম্পাদক প্রয়াত গোপাল কর্মকারের স্মরণ সভা.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সদ্য প্রয়াত জনপ্রিয় ক্রীড়া ও সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব তথা সমাজসেবী গোপাল কর্মকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো রাঙামাটি দুর্গা পূজার মাঠে। গোপালবাবু ডায়মন্ড ক্লাবের দীর্ঘ চল্লিশ বছরের গুরুত্বপূর্ণ সদস…

 


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সদ্য প্রয়াত জনপ্রিয় ক্রীড়া ও সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব তথা সমাজসেবী গোপাল কর্মকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো রাঙামাটি দুর্গা পূজার মাঠে। গোপালবাবু ডায়মন্ড ক্লাবের দীর্ঘ চল্লিশ বছরের গুরুত্বপূর্ণ সদস্যের পাশাপাশি মৃত্যুকালীন অবস্থায় ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের সম্পাদক  ছিলেন। অতীতের অবিভক্ত মেদিনীপুর জেলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য  ছিলেন গোপালবাবু।ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক  হিসেবে রাঙামাটিসহ গোটা শহরের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। গত ২৫শে সেপ্টেম্বর গোপাল কর্মকার প্রয়াত হন। গোপাল বাবুর স্মরণ সভা রবিবার সন্ধ্যায রাঙামাটি সার্বজনীন দূর্গা পূজা কমিটির মাঠে অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা তাঁদের স্মৃতিচারণায় তাঁদের প্রিয় "গোপাল কর্মকার দাদার" অতীত ও সমসাময়িক সময়ের বিবিধ কর্মকান্ডের কথা তুলে ধরেন। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্তমান দূর্গাপূজা কমিটির বর্তমান সম্পাদক রূপক মন্ডল, সাধন মহাপাত্র,  শিব শঙ্কর দাস,  সুশান্ত ঘোষ প্রমুখ। ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের হয়ে "গোপাল কর্মকার দাদার" স্মৃতি চারণ করেন, শীতল সাহা, গনেশ দত্ত,  প্রবীর শাসমল সহ অনন্যারা. সমস্ত অনুষ্ঠান টি সঞ্চালনা করেন অতনু মাইতি। পাশাপাশি এদিনের এই স্মরণ সভায় ডায়মন্ড স্পোটিং ক্লাবের প্রয়াত বর্ষীয়ান সদস্য গিরিধারী লাল গুপ্তাকেও স্মরণ করা হয়। উল্লেখ্য গোপাল বাবুর প্রয়ানের ৫ দিনের মধ্যে। তাঁর মা'ও প্রয়াত হন।