Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কথা ;_তিক্ত কথা মিষ্টি কথা কথার আছে অনেক রকমমনের কথা মুখের কথাপ্রাণের কথা অনেকটা কম !
মতের অমিল হলে পরেযুদ্ধ বাঁধে তপ্ত কথায়কথায় কথায় কথাই বাড়েমনটা কাঁদে কথার ব্যাথায় !
মন ভুলে যায় মিষ্টি কথায়স্বজন আসে শান্তি ভাসেমানুষেরও মন কেনা য…

 


কথা ;_

তিক্ত কথা মিষ্টি কথা 

কথার আছে অনেক রকম

মনের কথা মুখের কথা

প্রাণের কথা অনেকটা কম !


মতের অমিল হলে পরে

যুদ্ধ বাঁধে তপ্ত কথায়

কথায় কথায় কথাই বাড়ে

মনটা কাঁদে কথার ব্যাথায় !


মন ভুলে যায় মিষ্টি কথায়

স্বজন আসে শান্তি ভাসে

মানুষেরও মন কেনা যায়

মিষ্টি কথার ঐ সুবাসে !


বাসা বেঁধে যে কথা রয়

মনের গভীর অন্তরে

গহন মনে হয় তারই ক্ষয়

জীবন রেখার প্রান্তরে !


শুনবে কথা মন দিয়ে সব

বলবে তুমি তার চেয়ে কম

সবার কথায় হয় কলরব

কথাও হবে হরেক রকম !


লাভ কি বলো সে সব কথায়

না ফোটালে ভাষার ফুল

কথার কুঁড়ি মরবে ব্যাথায়

করবে তুমি মস্ত ভুল !


মিষ্টি কথায় সত্যিই যদি

শান্তি আসে, আসে স্বজন

তিক্ত কথায় বইয়ে নদী

কোরবো কেন তার বিভাজন ?


দেবাশিষ বসু