Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম--- প্রার্থনা কলমে-গীতা লোধ২১/১০/২০২০
মা আসছেন খুশি মন,দিনগুলি বিশেষ দামী।আকাশ টা আজ গুমটেমন ব্যকুল উর্ধ্বগামী ।
বছর কাটল মন ভারে,তোমার মায়ায় স্নিগ্ধ করো।আঁধার জীবন আলো করেতুমি মা বুকে ধরো।
বিষম ধ্বংস বিনাশ করে,নব সৃষ্টি কর…


 শিরোনাম--- প্রার্থনা

 কলমে-গীতা লোধ

২১/১০/২০২০


মা আসছেন খুশি মন,

দিনগুলি বিশেষ দামী।

আকাশ টা আজ গুমটে

মন ব্যকুল উর্ধ্বগামী ।


বছর কাটল মন ভারে,

তোমার মায়ায় স্নিগ্ধ করো।

আঁধার জীবন আলো করে

তুমি মা বুকে ধরো।


বিষম ধ্বংস বিনাশ করে,

নব সৃষ্টি করো নিজ হাতে।

আঁধার জ্বালাপোড়া জীবন

শান্তি চাই মা জোড় হাতে।


তোমার টানে তোমার পানে

  তোমায় যেন পাই দেখা,

তোমার পরশ পুলকে

ত্রিনয়নের ঝড়াও জ্যোতির রেখা। 


এসো মা ব্যর্থ বর্ষ সফল করে

   দুঃখ নাশো শারদ প্রাতে 

দুঃখ ভরা জীবন আজি

 ছারছি মা তোমার হাতে।


তোমার দিপ্তলোকে লাঘব

করো দুঃখ তাপের লাঞ্ছনা।

তোমার স্নেহে আশ্রয় দিয়ো

 এই করি মা প্রার্থনা।