#কবিতা--দেশান্তরি**********-*****-
ঐ দেখা যায় ইছামতী ওপারেতে বাংলাদেশের, ঐ এখানেতেই জন্ম আমার ওটাই আমার স্বদেশ। ছবির মতো মনে পড়ে আমার পুকুর বাগান বাড়ি, চার বেয়ারার পালকি ছিলো ছিলো ঘোড়ার গাড়ি।
পূবে ছিলো বড় হাসপশ্চিমে তে বাস,উত্ত…
#কবিতা--দেশান্তরি
**********-*****-
ঐ দেখা যায় ইছামতী
ওপারেতে বাংলাদেশের,
ঐ এখানেতেই জন্ম আমার
ওটাই আমার স্বদেশ।
ছবির মতো মনে পড়ে
আমার পুকুর বাগান বাড়ি,
চার বেয়ারার পালকি ছিলো
ছিলো ঘোড়ার গাড়ি।
পূবে ছিলো বড় হাস
পশ্চিমে তে বাস,
উত্তরে তে ছিলো বাগ
দক্ষিণে তে ফাঁক।
ভাগ্য দোষে কপাল পুড়লো
তারাই সাথে মন,
দেশ ভাগের সেই দুঃখ -ব্যাথা
খোঁজ রাখে ক -জন।
মনে পড়ে সে-সব কথা
উদাস হয়ে ভাবি,
দেখতে আমি যেতাম চলে
যদি হতাম পাখি।।
( ডাঃ সুভাষ চন্দ্র সরকার )
আজ পূজার দিনে মনে পড়ছে ছোট বোলার, বাংলাদেশের
একচালা দুর্গা ঠাকুরের কথা।