Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যমজভাই, সহজে চেনা যায় না

যমজ ভাই,এখনো ধরতে পারা যায়নি  কে লব আর কে কুশ যোগীবেড়ের ঘটনা।
বাবলু বন্দ্যোপাধ্যায়,কোলাঘাট"আমরা দুটি ভাই, শিবের গাজন গাই".-ছেলেবেলার লেখা ছড়া বাস্তবের মাটিতে। এমনই দুই যমজ ভাই শিবের গাজন না করলেও একই কারখানায় কাজ করে…

 


যমজ ভাই,এখনো ধরতে পারা যায়নি  কে লব আর কে কুশ যোগীবেড়ের ঘটনা।


বাবলু বন্দ্যোপাধ্যায়,কোলাঘাট

"আমরা দুটি ভাই, শিবের গাজন গাই".-ছেলেবেলার লেখা ছড়া বাস্তবের মাটিতে। এমনই দুই যমজ ভাই শিবের গাজন না করলেও একই কারখানায় কাজ করে।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের  পুলশিটা অঞ্চলের যোগীবেড়  গ্রামে লব প্রমানিক ও কুশ প্রামাণিকের ঘটনা। দুজনের এতটাই চেহারা এবং ব্যবহারে এতটাই মিল যে এখনো চিনতে পারেনি এলাকার মানুষ কে লব আর কে কুশ। 

যমজ ভাই একসঙ্গে কাজ করতে যায় দু'মুঠো অন্নের জন্য হোসিয়ারি কারখানায়। বাবা মা নাম রেখেছিল লব কুশ।   বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি। চলন বলন কথার টান একেই। । বাবা ভীম  প্রামানিক জীবিত থাকলেও মা উর্মিলা প্রামানিক পরলোকগমন করেছেন।  তাদের বেড়ে উঠা মায়ের অনুপ্রেরণাতেই। জ্ঞান পড়ার পর থেকে যখন জানতে পারে তাদের বড় করার জন্য  মায়ের ভূমিকা কি ছিল, সেই সময় থেকেই এতই ভাব বিনিময় গড়ে ওঠে তার তারিপ করতে হয়,এখনো পর্যন্ত নিজেদের মধ্যে কোন মতবিরোধ না হওয়ার জন্য। দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ। মাঝেমধ্যে দুই জা এর মধ্যে ঠুকঠাক লেগে থাকলেও যমজ ভাই যখন বাইরে বেরোয় দেখতে পাওয়া যায় পরনে একই জামা,একই টুপি, একই জুতো থেকে একেই ছাতা। 

 দুজনেই উচ্চতায় 5 ফুট।  ওদের সঙ্গে দেখা আমাদের প্রতিনিধির যোগীবেড়  গ্রামে। তাদের জিজ্ঞাসা করে ছিল এতগুলো বছর কেটে গেল নিজেদের মধ্যে কোনদিন তাল  ঠোকাঠুকি হয়নি ? লব কুশ দুজনেই উত্তর দিলেন,  "বৌয়েদের মধ্যে মাঝে মাঝে হলেও নিজেদের মধ্যে হয়নি। জ্ঞান হওয়া থেকে একইভাবে নিজেদের মতো করে দিন কেটে যাচ্ছে। প্রথমে মিষ্টির দোকানে দুজনেই কাজ করতাম, ভালো না লাগায় পাশের গ্রামে হোসিয়ারি শিল্পে  কাজ করছি। যাতায়াতের জন্য কোন যানবাহন ব্যবহার করিনি, পায়ে হেঁটেই কাজ করতে যাই। তবে আনন্দ কোথায় জানেন,যখন  পথচলতি মানুষজন বলে এই দেখ জমজ ভাই আসছে,তোরা বলতে পারবি এই দুই ভাই এর   মধ্যে   কে লব আর কে কুশ,   তখনই দুজনের মনের মধ্যে আনন্দ আর ধরে না"।