Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

একটি কন্যাভ্রূণের আর্তি
  শর্মিষ্ঠা ভৌমিক
মাতৃজঠরে কাঁদে তোর কন্যাভ্রূণ - 
কাঁটাগাছের বীজ দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে ...
উপড়ে দেবে ,ক্ষতবিক্ষত করবে নবজাতিকার নাড়ী....
মাতৃজঠর‌ই তার জগত ...অস্তিত্ব ... সুখনীড় ।।
পৃথিবী আজ অপবিত্র এক নরককুন্ড …

 


একটি কন্যাভ্রূণের আর্তি


  শর্মিষ্ঠা ভৌমিক


মাতৃজঠরে কাঁদে তোর কন্যাভ্রূণ - 


কাঁটাগাছের বীজ দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে ...


উপড়ে দেবে ,ক্ষতবিক্ষত করবে নবজাতিকার নাড়ী....


মাতৃজঠর‌ই তার জগত ...অস্তিত্ব ... সুখনীড় ।।


পৃথিবী আজ অপবিত্র এক নরককুন্ড যেন ...


মানব পিশাচের তান্ডব নৃত্যে অসহায় সে বড় ...

 

সমতল দেখ কাঁপছে থরথর,


পর্বতের রুদ্ররোষ ....মরুপ্রান্তর সদাই বিধ্বস্ত  বালুকা ঝড়ে !


শান্তি কোথা মাগো ...!!!


বলে সব - পশুকুল নাকি হিংস্র ,নিষ্ঠুর বড় যে ..


লিঙ্গনির্ধারণ অভিশাপ তাদের সমাজও  মানে ...


হায়রে মনুষ্যসমাজ ....


প্রাণ যদি যাবে যাক এখনই - তোরই জঠরে...


বলবে না কেউ বন্ধ্যা তোকে ...


এই সীমিত সুখে মরণেও যে কি সুখ 


কর নিজেকে উন্মুক্ত ...!!


ধিক্কার  জগতেরে ...


লিঙ্গভেদের মায়াজালে হয়ে আকৃষ্ট ...


করে চলেছিস শক্তির অবমাননা ...


আসবে খরা,দুর্ভিক্ষ,ভূকম্প ....


নিমেষে সব ধুলাগড়ের রাজা ..


তার‌ই মাঝে উঠবে গড়ে মানবিকতার প্রাসাদ ....


প্রার্থনা তাই কন্যা ভ্রুণের স্বয়ংসিদ্ধা হ‌ওয়ার !!