প্রথম পরশ========
#অজ্ঞাত
তুমি কি ডেকেছিলে আমাকে শব্দে বা নিঃশব্দে,কেন জানি ফিরে চায় বারবার এই চল্লিশোর্ধে,সেই কটাক্ষ মাদক কি আমাকেই ডেকেছিলো,বিভ্রান্তি মানা না'মানার রৌদ্র শেষে বিকেল নেমেছিলো!দেখো, অদেখায় কতদূর চলে গেছি আমরা,ব…
প্রথম পরশ
========
#অজ্ঞাত
তুমি কি ডেকেছিলে আমাকে শব্দে বা নিঃশব্দে,
কেন জানি ফিরে চায় বারবার এই চল্লিশোর্ধে,
সেই কটাক্ষ মাদক কি আমাকেই ডেকেছিলো,
বিভ্রান্তি মানা না'মানার রৌদ্র শেষে বিকেল নেমেছিলো!
দেখো, অদেখায় কতদূর চলে গেছি আমরা,
বাসার দরজাটা খোলা সেই দশ ফুট কামরা!
কত ভাবি ভুলে যাবো; তা'তো আর হয় না,
কোনো ঝরা ফুল কখনও তোমাকে কাঁদায় না!
আজও কি থিরথির কাঁপে তোমার খোলা চুল,
আজও কিন্তু ছুঁয়ে আসে চুপ বাতাসের আঙুল।
কোন খানে কোনো অজানা ভিড়ে ঐ চেনা গন্ধে
কেয়ো কার্পিন মনে করায় সেই প্রণয় আতুর সন্ধ্যে।
খোলা ঠোঁটে এখন রোজ বয়ে যায় বাউল বাতাস,
হাজার তারার মাঝে তোমাতেই ভরা এ আকাশ।
আজ এই উৎসব দিনে বিশেষ ভালোবাসা জানাই,
জানিনা তুমি আঁকো কিনা এখনও বিসমিল্লার সানাই।
#অজ্ঞাত__