Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

19.10.2020
সবাই যায় চলে
সিদ্ধার্থ রায় চৌধুরী
আমার গেরস্থালি মাতলা নদীর পাশে,ঘরের মধ্যেই পুকুর না আছে জল না ঘাট।পাশেই বসে জীবন বেচাকেনার হাট, সওদা শেষে বাড়ির পাশ দিয়ে সবাই যায় চলে;তাই অনেকে অনেক কিছু বলে।পিছন ফিরে তাকানো যাবেনা, তা…


 19.10.2020


সবাই যায় চলে


সিদ্ধার্থ রায় চৌধুরী


আমার গেরস্থালি মাতলা নদীর পাশে,ঘরের মধ্যেই পুকুর না আছে জল না ঘাট।

পাশেই বসে জীবন বেচাকেনার হাট, সওদা শেষে বাড়ির পাশ দিয়ে সবাই যায় চলে;তাই অনেকে অনেক কিছু বলে।

পিছন ফিরে তাকানো যাবেনা, তাকালেই ফসল হারানোর হাহাকার ভুলেও তাকায় না কেউ একবার।

পুরানো পোশাক যেভাবে ছাড়ে তেমন ভাবে ছেড়ে যাওয়া যায় সব, সেইভাবে আমাকেও গেছে ছেড়ে।

বাতিল ভাঙা বাসনপত্র জীর্ন দরজা এগুলিই সম্বল তবুও আমি পড়ে আছি বুকের ভিতর নিয়ে বুক আর কিছু নয়।

যতদিন না আমাকে কেউ তুলে নিয়ে যায়, ততদিন এ গেরাস্থালি আগলে পড়ে থাকতে হবে আমায়।


Everyone goes


 Siddhartha Roy Chowdhury


My hometown is next to the river Matla causing a dry pond inside the home and without pond ghat .


The market beside is to buy and sellout lives and at the end, everyone passes by the house and many one speaks a lot.


Neither you can look back nor anyone looks at, once you forget the pain of loosing out the prosperity.


The way old clothes are kept a side, everything has left me in the same manner.


Wrecked utensils and dacayed doors are the only belongings but I'm still alive inside the heart with those and nothing else.


Untill someone picks me up, shall have to continue in this abandoned barrack.